ব্যবহৃত উইকেট, সেই ছোট বাউন্ডারিতে বাংলাদেশ-ভারত ম্যাচ
সকালবেলা মাঠে ঢুকেই উইকেট দেখতে গেলেন বাংলাদেশ অধিনায়ক মাশরাফি মর্তুজা। যে উইকেটেই আগের দিন ৩৩৭ করে ভারতকে ৩১ রানে হারিয়েছিল ইংল্যান্ড। একই উইকেট প্রস্তুত রাখা হয়েছে বাংলাদেশ-ভারত ম্যাচের জন্যও। বাংলাদেশ অধিনায়ক পরে তাকিয়ে দেখলেন এক পাশের ছোট বাউন্ডারি। যা নিয়ে আগের দিন ম্যাচ হেরে প্রশ্ন তুলেছিল ভারত।
সাউদাম্পটনেও তিন দিনের ব্যবধানে হয়েছিল দুই ম্যাচ। ভারত—আফগানিস্তান ম্যাচের উইকেট রাখা হয়েছিল বাংলাদেশ-আফগানিস্তান ম্যাচেও। ব্যবহৃত উইকেট হওয়ায় ব্যাটিং হয়েছিল তুলনামূলক কঠিন।
মঙ্গলবারও এজবাস্টনে তেমনটিই হওয়ার কথা। ব্যবহৃত উইকেটে যেকোনো দলই আগে ব্যাট করতে চায়। তবে বাংলাদেশ অধিনায়ক মাশরাফি বিন মর্তুজা জানান, রান তাড়ায় ভারতের আলাদা সামর্থ্য থাকায় এই সিদ্ধান্ত নিয়ে তাদের আরও অনেক ভাবতে হবে।
এজবাস্টনে আগের দিন টস জিতে ব্যাট করে তাজা উইকেটের সুবিধা বেশিরভাগটা পেয়েছে ইংল্যান্ড। তাদের ওপেনাররাই চালিয়েছিলেন তাণ্ডব। পরে সময়ের সঙ্গে উইকেটও মন্থর হয়ে আসে। কিন্তু এক পাশের বাউন্ডারি মাত্র ৫৯ মিটার থাকায় স্পিনাররা আবার সুবিধা করতে পারেননি।
ভারতের দুই স্পিনার যুজবেন্দ্র চেহেল আর কুলদীপ যাদব দুজনের ২০ ওভার থেকে খসে যায় ১৬০ রান। এই দুই স্পিনারের উপর ভর করে এমন উইকেটে নেমে ছোট বাউন্ডারির কারণে সুবিধা না পাওয়ায় ম্যাচ শেষে অসন্তোষ জানিয়েছিল ভারত।
Comments