‘কঠিন অপশনই বেটার’
ভারত ইংল্যান্ডে হারিয়ে দিলেই কাজটা নিজেদের হাতে থাকত বাংলাদেশের। বাকি দুই ম্যাচ জিতলেই তখন যাওয়া যেত সেমিফাইনালে। ইংল্যান্ডের কাছে ভারত হেরে যাওয়ায় কিছুই আর নিজেদের নাগালে নেই বাংলাদেশের। সেমিফাইনালের পথ হয়ে গেছে অনেক কঠিন। ভারতের কাছে হারলে বার্মিংহামেই বিশ্বকাপের বিদায় ঘণ্টা বেজে যাবে মাশরাফি বিন মর্তুজাদের। সামনে এগুনোর এই কঠিন রাস্তা এক দিক থেকে ইতিবাচক হিসেবে দেখছেন বাংলাদেশ অধিনায়ক।
এই টুর্নামেন্টে অনেকবারই হয়েছে অন্যদের ফলের দিকে নজর রাখতে হয়েছে বাংলাদেশকে। কখনো কামনা করতে হয়েছে নিউজিল্যান্ডের হার, কখনো ইংল্যান্ডের। কিন্তু কোনটাই খাপে খাপে মিলে এগোয়নি। শেষ দিকে এসে তাই অধিনায়কের উপলব্ধি, 'অন্যদের দিকে তাকিয়ে তো লাভ নেই। নিজেদের পারফরম্যান্সেই এই পর্যন্ত এসেছি। তিন ম্যাচ জিতে ছয় পয়েন্ট পেয়েছি। বৃষ্টিতে এক পয়েন্ট। অন্যদের দিকে এই ধরণের টুর্নামেন্টে তাকিয়ে মনে করি না লাভ আছে।’
এখন সেমির আশা বাঁচাতে ভারতকে তো হারানোই চাই। সেটা হলে আর এর পরের দিন যদি ইংল্যান্ড হেরে যায় নিউজিল্যান্ডের কাছে তাহলে পাকিস্তানকে হারালে যাওয়া যাবে শেষ চারে। হারলেই বিশ্বকাপ শেষ এমন পরিস্থিতিতে দাঁড়ানোর আরেকটা সুবিধা দেখছেন মাশরাফি, আমি এটা ইতিবাচক হিসেবে নিচ্ছি, যদি কাল খেলে জিততে পারি। আমি প্রেফার করি কঠিন অপশনই বেটার, শুধু বিশ্বকাপ না দলকে সামনের দিকে এগিয়ে এটাই ভালো।’
এমন পরিস্থিতিতেই হয়ত সর্বস্ব নিংড়ে খেলার জন্য বারুদ মিলে। পরে যাইহোক, সেরাটা ঢেলে চেষ্টা তো করা যায়।
Comments