নয়ন বন্ড ‘বন্দুকযুদ্ধে’ নিহত
বরগুনার আলোচিত রিফাত শরীফ হত্যা মামলার প্রধান আসামি নয়ন বন্ড পুলিশের সাথে ‘বন্দুকযুদ্ধে’ নিহত হয়েছেন।
আজ (২ জুলাই) ভোর সোয়া ৪টার দিকে সদর উপজেলার পুরাকাটা ফেরিঘাট এলাকার মজিদ মিলিটারির বাড়ির সামনে এ ঘটনা ঘটে।
বরগুনা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবির মোহাম্মদ হোসেন দাবি করেন, রিফাত হত্যা মামলার আসামিরা পুরাকাটা এলাকায় অবস্থান করছেন, এমন গোপন সংবাদের ভিত্তিতে অতিরিক্ত পুলিশ সুপার শাহজাহানের নেতৃত্বে তারা সেখানে অভিযান চালান। পুলিশের উপস্থিতি টের পেয়ে সন্ত্রাসীরা পুলিশের ওপর হামলা চালায়।
পুলিশ সদস্যরাও তাদের জীবন রক্ষার জন্য গুলি চালায়। এর পরে সেখানে একজনের মৃতদেহ পড়ে থাকতে দেখা যায়। স্থানীয় লোকজন তাকে রিফাত হত্যা মামলার প্রধান আসামি নয়ন বন্ড বলে শনাক্ত করে।
এ ঘটনায় অতিরিক্ত পুলিশ সুপার শাহজাহানসহ চার পুলিশ সদস্য আহত হয়েছেন বলে জানান ওসি।
Comments