নোবেল কেনো দ্বিতীয় রানারআপ হলেন?

Nobel
সংগীতশিল্পী মাইনুল আহসান নোবেল। ছবি: স্টার

বাংলাদেশের সংগীতশিল্পী মাইনুল আহসান নোবেল ভারতীয় টেলিভিশনের গানের প্রতিযোগিতা ‘সারেগামাপা’র চ্যাম্পিয়ন হতে পারলেন না। এবারের বিশেষ চমক হিসেবে প্রতিটি পর্বেই একের পর এক গান গেয়ে বিচারকসহ দর্শক শ্রোতাদের মুগ্ধ করেন তিনি।

সংগীতবিষয়ক রিয়েলিটি শো ‘সারেগামাপা’র চূড়ান্ত পর্বটি প্রচারিত হবে আগামী ২৮ জুলাই। তার আগেই নোবেল চ্যাম্পিয়ন হচ্ছেন না বলে শোনা যাচ্ছে বিভিন্ন মাধ্যমে। গ্র্যান্ড ফিনালেতে চ্যাম্পিয়ন হয়েছেন অঙ্কিতা, প্রথম রানারআপ গৌরব আর দ্বিতীয় রানারআপ নোবেল।

কয়েকদিন আগে কলকাতার বিশ্ব বাংলা কনভেনশন সেন্টারে চূড়ান্তপর্বের দৃশ্যধারণ সম্পন্ন হয়েছে। সেখানে ভারতীয় প্রতিযোগীদের মধ্যে রয়েছেন বাংলাদেশের সংগীতশিল্পী নোবেল।

এদিকে নোবেল চ্যাম্পিয়ন না হওয়ায় তার ভক্তরা হতাশ হয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে অনুষ্ঠানটির সমালোচনা করছেন। তাদের প্রশ্ন- নোবেল কেনো দ্বিতীয় রানারআপ হলেন? প্রিয় গায়কের মাথায় কেনো সেরার মুকুট উঠলো না?

এছাড়াও, প্রতিযোগিতাটির স্বচ্ছতা নিয়ে প্রশ্ন তুলছেন অনেকেই। তবে আসল খবরের জন্য আরো কিছুদিন অপেক্ষা করতে হবে।

Comments

The Daily Star  | English
India’s stance on Sheikh Hasina's extradition

NIDs of Hasina, 9 family members 'locked'

The NIDs of the 10 listed individuals were locked through an official letter on April 16

11m ago