স্যানিটারি প্যাডের কাঁচামাল আমদানিতে ভ্যাট, সম্পূরক শুল্ক প্রত্যাহার
নারী ও শিশুদের ব্যবহার্য স্যানিটারি প্যাড ও ডায়াপার উৎপাদনের কাঁচামাল আমদানির ওপর থেকে মূল্য সংযোজন কর (ভ্যাট) ও সম্পূরক শুল্ক প্রত্যাহারের ঘোষণা দিয়েছে জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর)।
এনবিআর বলেছে, নারী ও শিশুদের হাইজিন পণ্য দেশীয়ভাবে উৎপাদনে উৎসাহ দিতে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
এনবিআর’র ভ্যাট পলিসির দ্বিতীয় সচিব মো. তারিক হাসান বলেন, স্বাস্থ্য সংশ্লিষ্ট টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রা অর্জন ও এধরনের পণ্য সাধারণ মানুষের হাতের নাগালে রাখতে আমরা এই সুবিধা দিচ্ছি।
তবে বিদেশে তৈরি স্যানিটারি প্যাড ও ডায়াপার আমদানিতে পূর্বনির্ধারিত শুল্ক এ বছর অপরিবর্তিত থাকছে।
এনবিআর’র সূত্রে জানা যায়, স্যানিটারি প্যাড আমদানিতে গত কয়েক বছর ধরে ৪৫ শতাংশ সম্পূরক শুল্ক রয়েছে।
কাঁচামালের ওপর থেকে ভ্যাট ও শুল্ক তুলে নেওয়ায় স্থানীয়ভাবে এই শিল্প বিকশিত হওয়ার সুযোগ পাবে এখন। যদিও, দেশের স্যানিটারি প্যাড ও ডায়াপারের বাজারের ৮০ শতাংশ চাহিদা দেশীয় প্রতিষ্ঠানগুলোর মাধ্যমেই পূরণ হচ্ছে।
শিল্প সংশ্লিষ্টরা জানান, বাংলাদেশে বর্তমানে স্যানিটারি প্যাডের বাজার আকার প্রায় ৪০০ কোটি টাকার। প্রতি বছর ২০ শতাংশ হারে এই বাজার বড় হচ্ছে। অন্যদিকে শিশুদের ডাইপারের বাজারের আকার ২৫০ থেকে ৩০০ কোটি টাকার মধ্যে। আর এই বাজারের আকার বাড়ছে বছরে ১৫ শতাংশ হারে। দেশের আধ ডজনেরও বেশি কোম্পানি এখন এসব পণ্য উৎপাদন করছে।
বেসরকারি উদ্যোক্তারা সরকারের এই সিদ্ধান্তকে স্বাগত জানিয়েছেন।
Comments