‘সেও মানুষ, আমরা সবাই মানুষ’

Tamim Iqbal
তামিমের হাত থেকে পড়ছে রোহিত শর্মার ক্যাচ। ছবি: এএফপি

আউটফিল্ডে তিনি নিরাপদ ফিল্ডার। দলের বরাবর ভরসা তার উপর। কিন্তু গুরুত্বপূর্ণ ম্যাচে রোহিত শর্মার মহা গুরুত্বপূর্ণ ক্যাচটা এত সহজে হাতে পেয়েও রাখতে পারলেন না তামিম ইকবাল। ৯ রানে জীবন পাওয়া রোহিত পরে থামেন ১০৪ রানে। ব্যাট করতে নেমেও তা পুষিয়ে দিতে পারেননি তামিম। ম্যাচ শেষে তামিমের ওই ভুলকে মানবিক দৃষ্টিতে দেখার কথা জানিয়েছেন বাংলাদেশের কোচ স্টিভ রোডস।

পঞ্চম ওভারে মোস্তাফিজুর রহমানের বলে মিড উইকেটে রোহিতের সহজ ক্যাচ ছাড়েন তামিম। জীবন পেয়ে তান্ডব চালিয়ে সেঞ্চুরি করে তবেই থামেন রোহিত। এই ম্যাচ মিস যে কতটা মূল্যবান তা বলার অপেক্ষা রাখে না, রোডস একবাক্যে তা স্বীকার করে নেন শুরুতে,  ‘এত বছর ধরে ক্রিকেট খেলাটা দেখছি, খেলেছিও। কাজেই জানি, ক্যাচ মিস কতটা মূল্যবান হতে পারে। যদিও জানতাম না, আসলে কতটা মূল্য দিতে হবে। আশায় ছিলাম ও (রোহিত) দ্রুতই আরেকবার সে ক্যাচ দেবে।’

এই বিশ্বকাপে আগের বড় ইনিংসগুলোতেও জীবন পেয়েছিলেন রোহিত। একবার জীবন পেয়ে সেঞ্চুরির আগে তিনি থামেন কমই। রোহিতের মতো ব্যাটসম্যানকে সুযোগ দিলে কি হতে পারে এই উপলব্ধিও আছে রোডসের,  ‘রোহিত শর্মা বিশ্ব ক্রিকেটের দুর্দান্ত এক ব্যাটসম্যান। তার মতো কাউকে  সুযোগ দিলে, এর মূল্য তো চুকাতেই হবে।’

তবে সব মেনেও রোডস বোঝালেন কেন এমন ভুলের উপর থাকতে হবে তামিমে পাশে,  ‘ক্যাচটি হাত থেকে  পড়ে গেছে সত্যি অথচ আউটফিল্ডে আমাদের সবচেয়ে নিরাপদ ফিল্ডারদের একজন সে (তামিম)। এজন্যই তার মিস কিছুটা বিস্ময়কর। তবে একটা কথা সেও কিন্তু মানুষ, আমরা সবাই মানুষ। আমিও খেলোয়াড়ি জীবনে অনেক ক্যাচ ছেড়েছি। ক্রিকেট যারা খেলেছে, সবাই ছেড়েছে। তবে কখনও কখনও ক্যাচ মিসের চড়া মূল্যই দিতে হয়, এখানে যেমনটি হয়েছে আজ (মঙ্গলবার)।’

Comments

The Daily Star  | English

Police struggle as key top posts lie vacant

Police are grappling with operational challenges as more than 400 key posts have remained vacant over the past 10 months, impairing the force’s ability to combat crime. 

11h ago