বরগুনার রিফাত ফারাজী গ্রেপ্তার
বরগুনায় রিফাত শরীফ হত্যা মামলার অন্যতম প্রধান আসামি রিফাত ফারাজীকে গ্রেপ্তার করা হয়েছে।
পুলিশের উপমহাপরিদর্শক (বরিশাল রেঞ্জ) মোহাম্মদ শফিকুল ইসলাম আজ (৩ জুলাই) এক সংবাদ সম্মেলনে বলেন, গোপন সংবাদের ভিত্তিতে আসামি রিফাতকে ভোর রাত আড়াইটার দিকে বরগুনা তেকে গ্রেপ্তার করা হয়েছে।
আমাদের ঝালকাঠি সংবাদদাতা জানান, মামলার তদন্তের স্বার্থে পুলিশের এই শীর্ষ কর্মকর্তা বিস্তারিত কিছু জানাতে রাজি হননি।
রিফাত ফারাজীর গ্রেপ্তারের মাধ্যমে এখন পর্যন্ত মোট নয়জনকে গ্রেপ্তার করা হলো।
এর আগে গতকাল, রিফাত শরীফ হত্যা মামলার অন্যতম আসামি সাব্বির হোসেন নয়ন ওরফে নয়ন বন্ড পুলিশে সঙ্গে ‘বন্দুকযুদ্ধে’ নিহত হন।
Comments