যে প্রশ্নের উত্তর রোডসের কাছে নেই

steve rhodes
ছবি: বিসিবি

বাংলাদেশের অধিনায়ক মাশরাফি বিন মর্তুজার অবসর নিয়ে গুঞ্জন চলছিল বেশ কিছুদিন ধরে। চলমান বিশ্বকাপে তার পারফরম্যান্স বিবর্ণ হওয়ায়, নতুন করে চাঙা হয়ে ওঠে জল্পনা-কল্পনা। এসব আলোচনা-সমালোচনার মধ্যেই কদিন আগে ম্যাশ জানিয়ে দেন, অবসর নিয়ে এখনই ভাবছেন না তিনি। কিন্তু ঘুরে-ফিরে এই প্রসঙ্গটিই ফের উঠে আসে মঙ্গলবার (২ জুলাই) ভারতের কাছে বাংলাদেশ ম্যাচ হারার পর।

সংবাদ সম্মেলনে এক ভারতীয় সাংবাদিক টাইগার কোচ স্টিভ রোডসের কাছে প্রশ্ন ছুঁড়ে দেন, মলিন পারফরম্যান্স নিয়ে মাশরাফি খেলা চালিয়ে গেলে নতুন কোনো সম্ভাবনাময় বোলারের দলে জায়গা পাওয়ার সুযোগ কমে যাবে কি-না?

উত্তরে রোডস জানান, অবসরের সিদ্ধান্তটা কেবলই মাশরাফি ও বোর্ডের ব্যাপার। এই প্রশ্নের উত্তরটা তার কাছে নেই, ‘প্রথমত, গেল দুই সপ্তাহ ধরে এসব কথাবার্তা চলছে (মাশরাফির অবসর নিয়ে)। এই প্রশ্নের উত্তর আসলে বোর্ড এবং ম্যাশই দিতে পারবে। আমি আসলে এটার উত্তর দিতে পারি না। এই প্রশ্নের উত্তর দেওয়াটা আমার জন্য খুবই কঠিন। আর যদি কোনো আপত্তি না আসে, তাহলে আমি এই বিষয়টাতে জড়াতেও চাই না।’

বিশ্বকাপে মাশরাফি খেলছেন চোট নিয়ে। সাত ম্যাচে নিয়েছেন মাত্র ১ উইকেট। তবে তার ওপর আস্থা ঠিকই রাখছেন রোডস। তাছাড়া মাশরাফির বিকল্প খুঁজে বের করা কতটা কঠিন তাও বুঝিয়ে দেন তিনি, ‘আমাদের একজন ভালো মানের বোলারও দরকার, যার সক্ষমতা আছে মাশরাফির জায়গাটা দখল করার। সবাই এটা ভুলে যায় যে, আমাদের খুব বেশি দীর্ঘকায়, দ্রুত গতি সম্পন্ন বোলার নাই। যখনই তাদেরকে খুঁজে পাব আর তারা ভালো করতে শুরু করবে, আমি নিশ্চিত আমরা তাদেরকে দলে চাইব।’

Comments

The Daily Star  | English

US officials preparing for possible strike on Iran in coming days, Bloomberg reports

Iran and Israel continue to attack each other on Wednesday night, as Donald Trump weighs US involvement

9h ago