নিউজিল্যান্ডের বিপক্ষে টস জিতে ব্যাটিংয়ে ইংল্যান্ড
ইংল্যান্ডের জন্য তো ম্যাচ জিততেই হবে। হারলে সম্ভাবনা থাকলেও তাকিয়ে থাকতে হবে বাংলাদেশ-পাকিস্তান ম্যাচের উপর। কম গুরুত্বপূর্ণ নয় নিউজিল্যান্ডের জন্যও। হারলে তাদেরও সমীকরণ কঠিন হতে পারে। এমন ম্যাচে টস ভাগ্য সঙ্গে গিয়েছে ইংলিশদের। টস জিতে ব্যাটিং নিয়েছেন ইংলিশ অধিনায়ক ইয়ন মরগান। ম্যাচটি শুরু হবে বাংলাদেশ সময় বেলা সাড়ে ৩টায়।
দুই দলের জন্যই গ্রুপ পর্বে এটা শেষ ম্যাচ। ৮ ম্যাচে ৫টি জয়ে ১০ পয়েন্ট ইংলিশদের। সমান সংখ্যক ম্যাচে ৫টি জয় কিউইদেরও। তবে একটি ম্যাচ পরিত্যক্ত হওয়ার সুবাদে বাড়তি ১ পয়েন্টই এগিয়ে রেখেছে তাদের। দলটির সংগ্রহ ১১ পয়েন্ট। রান রেটও ভালো। পাকিস্তানের চেয়ে ঢের এগিয়ে আছে তারা। তাই এ ম্যাচে হারলে এবং শেষ ম্যাচে পাকিস্তান জিতলেও টিকে থাকবে আশা।
গুরুত্বপূর্ণ এ ম্যাচে একাদশে দুটি পরিবর্তন এনেছে নিউজিল্যান্ড। আগের ম্যাচেই সুযোগ পাওয়া ইশ সোধিকে বাদ দিয়েছে তারা। তবে হ্যামস্ট্রিংয়ের ইনজুরির কারণে নেই লোকি ফার্গুসন। তাদের জায়গায় টিম সাউদি ও ম্যাট হেনরিকে একাদশে ঢুকিয়েছে দলটি। অন্যদিকে উইনিং কম্বিনেশন ধরে রেখেছে ইংল্যান্ড।
ইংল্যান্ড: জনি বেয়ারস্টো, জেসন রয়, জো রুট, ইয়ন মরগান, বেন স্টোকস, জস বাটলার, ক্রিস ওকস, আদিল রশিদ, জোফরা আর্চার, লিয়াম প্লাঙ্কেট ও মার্ক উড।
নিউজিল্যান্ড: মার্টিন গাপটিল, হেনরি নিকোলস, কেন উইলিয়ামসন, রস টেইলর, টম ল্যাথাম, কলিন ডি গ্র্যান্ডহোম, জেমস নিশাম, মিচেল স্যান্টনার, টিম সাউদি, ম্যাট হেনরি ও ট্রেন্ট বোল্ট।
Comments