অবশেষে শখের দেখা মিললো

shokh
আনিকা কবির শখ। ছবি: সংগৃহীত

অনেকদিন পর অভিনেত্রী শখের দেখা মিললো। এমন সময় ছিলো যখন প্রায় সব টেলিভিশন চ্যানেলেই দেখা মিলতো তার। কখনো বিজ্ঞাপনে, কখনো বা নাটক-টেলিছবিতে। সবকিছু থেকে নিজেকে সরিয়ে রেখেছিলেন আনিকা কবির শখ।

প্রায় দেড় বছরের বিরতি শেষে আবারও পর্দায় ফিরতে যাচ্ছেন মডেল-অভিনেত্রী শখ। আজ (৩ জুলাই) থেকে শুটিংয়ে ফিরেছেন তিনি। শেখ সেলিমের পরিচালনায় একটি নাটকের শুটিংয়ে অংশ নিয়েছেন ‘হাউজফুল’-অভিনেত্রী।

বিষয়টি দ্য ডেইলি স্টার অনলাইনকে নিশ্চিত করে পরিচালক সেলিম বলেন, “আবারও অভিনয়ে ফিরলেন শখ, সবার জন্য আনন্দের খবর। তার মতো শিল্পীকে আমরা অনেক দিন অভিনয়ে পাইনি।”

“ভালো একটি কাজের মধ্য দিয়ে আবারও তাকে সামনে তুলে ধরতে পারবো,” বলে আশা প্রকাশ করেন এই পরিচালক।

আসছে ঈদুল আজহায় বিশেষ নাটক ‘সামচু ভাই সংসারী হতে চায়’ নাটকে অভিনেতা জাহিদ হাসানের বিপরীতে দেখা যাবে শখকে। নাটকে সামচু ভাইয়ের চরিত্রে অভিনয় করছেন জাহিদ হাসান। নাটকে সংসার করতে চাওয়া সামচু ভাই নানারকম কাণ্ড ঘটান।

উল্লেখ্য, ২০১৫ সালের ৭ জানুয়ারি শখ ও নিলয় বিবাহবন্ধনে আবদ্ধ হন। ২০১৭ সালের মাঝামাঝি সময়ে হঠাৎ করেই তাদের বিচ্ছেদ ঘটে। এরপর সবকিছু থেকেই নিজেকে সরিয়ে রাখেন এই অভিনেত্রী।

Comments

The Daily Star  | English

Bangladesh women defend SAFF title with 2-1 win against Nepal

Bangladesh retained the title of SAFF Women's Championship with a 2-1 win against Nepal in an entertaining final at the Dasharath Stadium in Kathmandu today. 

11m ago