বিমানের হজ-ফ্লাইট শুরু

রাষ্ট্রায়ত্ত বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের এ বছরের প্রথম হজ-ফ্লাইট আজ (৪ জুলাই) সকালে জেদ্দার উদ্দেশে ঢাকা ছেড়ে গেছে।
Haj flights
৪ জুলাই ২০১৯, বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের এ বছরের হজ-ফ্লাইট শুরু হয়েছে। ছবি: পলাশ খান

রাষ্ট্রায়ত্ত বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের এ বছরের প্রথম হজ-ফ্লাইট আজ (৪ জুলাই) সকালে জেদ্দার উদ্দেশে ঢাকা ছেড়ে গেছে।

বিমান বাংলাদেশ এয়ারলাইন্স কর্মকর্তাদের বরাত দিয়ে আমাদের সংবাদদাতা জানান, প্রথম হজ্জ ফ্লাইটটি ৪১৯ জন হজ-যাত্রী নিয়ে সকাল সোয়া ৭টায় ঢাকা ছাড়ে।

বিমানবন্দরে উদ্বোধনী ফ্লাইটের হজ-যাত্রীদের বিদায় জানান বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন প্রতিমন্ত্রী মো. মাহবুব আলী এবং ধর্মবিষয়ক প্রতিমন্ত্রী আলহাজ্ব এডভোকেট শেখ মো. আবদুল্লাহ।

এবছর প্রায় ১ লাখ ২৭ হাজার ১৯৮ জন হজ-যাত্রী পবিত্র হজব্রত পালনের উদ্দেশ্যে সৌদি আরব যাবেন। বিমান এ বছর ৬৩,৫৯৯ জন হজ্জযাত্রী পরিবহন করবে, যা মোট হজযাত্রীর অর্ধেক। অবশিষ্ট হজ্জ যাত্রী পরিবহন করবে সৌদি এয়ারলাইন্স।

আগামী ৬ জুলাই থেকে এই সৌদি এয়ারলাইন্সের হজ্জ ফ্লাইট শুরু হবে।

উল্লেখ্য, হজ-ফ্লাইট পরিচালনার জন্য বিমান ঢাকা থেকে জেদ্দা এবং ঢাকা থেকে মদিনায় বিশেষ ব্যবস্থার আয়োজন করেছে। এ বছর চট্টগ্রাম থেকে ১৯টি এবং সিলেট থেকে ৩টি হজ-ফ্লাইট পরিচালনা করা হবে।

Comments

The Daily Star  | English

Over 5,500 held in one week

At least 738 more people were arrested in the capital and several other districts in 36 hours till 6:00pm yesterday in connection with the recent violence across the country.

13h ago