৫০০-৬০০ রান করলেই কেবল এটা সম্ভব: সরফরাজ

sarfaraz ahmed
সরফরাজ আহমেদ। ছবি: রয়টার্স

বিশ্বকাপের সেমিফাইনালে যেতে হলে বাংলাদেশের বিপক্ষে কেবল জয় পেলেই হবে না পাকিস্তানের, জয়ের ব্যবধানটাও হতে হবে আকাশছোঁয়া। সেটা প্রায় অসম্ভবেরই পর্যায়ে। আর পরে ব্যাটিং করলে তো শেষ চারে খেলার কোনো সম্ভাবনাই নেই তাদের!

বিশ্বকাপে নিজেদের শেষ ম্যাচে আগামীকাল (৫ জুলাই) মুখোমুখি হচ্ছে বাংলাদেশ ও পাকিস্তান। লর্ডসে ম্যাচ শুরু বাংলাদেশ সময় বেলা সাড়ে তিনটায়।

পাকিস্তান যদি বাংলাদেশকে হারায় তবে তাদের পয়েন্ট বেড়ে হবে ১১। নিউজিল্যান্ডের পয়েন্টও ১১। তাছাড়া দুদলের জয়ের সংখ্যা তখন হবে সমান পাঁচটি। তাই সেমিতে খেলতে হলে পাকিস্তানকে টপকাতে হবে কিউইদের রানরেট।

এবারের বিশ্বকাপের নিয়ম অনুসারে, দুদলের পয়েন্ট ও জয়ের সংখ্যা সমান হলে রান রেটে এগিয়ে থাকা দলটি পাবে সেমিফাইনালের টিকিট। রান রেট সমান হলে বিবেচনায় আসবে হেড টু হেড লড়াইয়ের ফল। তাই মুখোমুখি লড়াইয়ে নিউজিল্যান্ডকে হারালেও তা কাজে আসছে না পাকিস্তানের।

নিউজিল্যান্ডের নেট রান রেট ০.১৭৫। পাকিস্তানের নেট রান রেট -০.৭৯২। কিউইদের রান রেট ছাড়িয়ে যেতে হলে বাংলাদেশের বিপক্ষে সরফরজদের আগে ব্যাটিং করতে হবে। আগে বোলিং করলে কোনো সম্ভাবনাই থাকবে না। কারণ লক্ষ্য তাড়া করে নিউজিল্যান্ডের রান রেট ছোঁয়া যাবে না।

আগে ব্যাটিং করলেও পাকিস্তানকে জিততে হবে রেকর্ড ব্যবধানে। তারা যদি স্কোরবোর্ডে ৩৫০ রান তোলে, তাহলে জিততে হবে ৩১১ রানে! ৪০০ রান তুললে ৩১৬ রানে অথবা ৪৫০ রান তুললে ৩২১ রানে জিততে হবে।

এমন সমীকরণ সামনে থাকায় ম্যাচের আগের দিন সংবাদ সম্মেলনে নির্মম বাস্তবতাটাই তুলে ধরেন সরফরাজ, ‘এটা খুবই কঠিন। (৪০০ রান তুলে) ৩১৬ রানের জয়ের ব্যবধানটা বিশাল। যদি আপনি আগে ব্যাটিং করেন, ৫০০-৬০০ রান করেন, তবেই কেবল এটা সম্ভব।’

পয়েন্ট সমান হলে দলগুলোকে আলাদা করার জন্য রান রেট বাদ দিয়ে ভবিষ্যতে অন্য কোনো পদ্ধতি চালু করা যেতে পারে কি-না, এমন প্রশ্নের উত্তরে তিনি জানান, ‘কী ধরনের গবেষণা এর (রান রেটের সমীকরণ) পেছনে রয়েছে জানি না। এখানে আমার কিছু করার নেই।’

Comments

The Daily Star  | English

Yunus promises election on time

Chief Adviser Prof Muhammad Yunus yesterday reaffirmed his commitment to holding the 13th national election in the first half of February next year.

7h ago