নারায়ণগঞ্জ ও গাজীপুরে সড়ক দুর্ঘটনায় নিহত ৩

accident
ছবি: স্টার অনলাইন গ্রাফিক্স

নারায়ণগঞ্জের সোনারগাঁ উপজেলায় রাস্তা পারাপারের সময় যাত্রীবাহী বাসের চাপায় শিশুসহ দুইজন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও অন্তত ৭ জন।

গতকাল (৪ জুলাই) রাতে উপজেলার কাঁচপুর এলাকায় ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে এ ঘটনা ঘটে। পুলিশ মরদেহ দুটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য নারায়ণগঞ্জ জেনারেল হাসপাতাল মর্গে পাঠিয়েছে।

নিহতরা হলেন- সোনারগাঁয়ের পশ্চিম বেকুটিয়া এলাকার দুলাল বর্মণের মেয়ে বর্ষা বর্মণ (১৪) ও একই এলাকার গৌরদাস বর্মণের স্ত্রী দেবী বর্মণ (৪৮)। তারা সম্পর্কে নানী-নাতনি।

এ ঘটনায় সিলেটগামী ‘রাসেল পরিবহন’ বাসের হেলপারকে আটক করেছে পুলিশ।

অপরদিকে, গাজীপুরের শ্রীপুরে দ্রুতগতির প্রাইভেটকার চাপায় সিরামিক কারখানার শ্রমিক সিরাজুল ইসলাম (৪৫) নিহত হয়েছেন। নিহত সিরাজুল নেত্রকোনার কেন্দুয়া উপজেলার নোয়াদিয়া গ্রামের ফজলুর রহমানের ছেলে।

গতকাল রাত সোয়া ১০টায় ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের জৈনাবাজারে শিশুতোষ কিন্ডার গার্টেনের সামনে এ দুর্ঘটনা ঘটে।   

মাওনা হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) দেলোয়ার হুসেন দুর্ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন। 

তিনি জানান, কারখানার ছুটি শেষে বাইসাইকেলযোগে বাসায় যাওয়ার পথে মহাসড়ক পার হওয়ার সময় ময়মনসিংহগামী দ্রুতগতির একটি প্রাইভেটকার সিরাজুলকে ধাক্কা দেয়। এ সময় তিনি মহাসড়কের পাশে ছিটকে পড়ে যান। এতে মাথায় আঘাতপ্রাপ্ত হয়ে ঘটনাস্থলেই মারা যান তিনি।

নিহত সিরাজুল জৈনাবাজার এলাকার আব্দুস ছাত্তার বেপারির বাড়িতে ভাড়া থেকে স্থানীয় আর এ কে সিরামিক কারখানায় শ্রমিকের কাজ করতেন। খবর পেয়ে নিহতের স্বজনেরা লাশ নিয়ে গেছে বলেও জানিয়েছে পুলিশ।

Comments

The Daily Star  | English

Remittance rose 9% in August

However, August’s inflow was 2.22 percent lower than the previous month

1h ago