দিনে দুপুরে গুলি করে কলেজ ছাত্রকে হত্যা
নাটোরের বড়াইগ্রামে দিনে দুপুরে গুলি করে এক কলেজ ছাত্রকে হত্যা করে মোটরসাইকেল ছিনতাই করেছে সন্ত্রাসীরা। শুক্রবার বিকেল ৫টার দিকে উপজেলার মুকিমপুর গ্রামে এই ঘটনা ঘটে।
নিহত আমিন হোসেন মুকিমপুর গ্রামের শাহাদত হোসেনের ছেলে। সে ধানাইদহ কলেজের এইচএসসি দ্বিতীয় বর্ষের ছাত্র ছিল।
পুলিশ ও এলাকাবাসী সূত্রে জানা যায়, আমিন হোসেন মোটরসাইকেলে করে মুকিমপুরে তার বাড়ি থেকে কয়েন বাজারের দিকে যাচ্ছিল। এসময় তিনজন সন্ত্রাসী পথরোধ করে তার ওপর গুলিবর্ষণ করে মোটরসাইকেল নিয়ে পালিয়ে যায়। ঘটনাস্থলেই আমিন হোসেনের মৃত্যু হয়।
বড়াইগ্রাম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা দিলীপ কুমার দাস ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, খবর পাওয়ার পর ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। বিস্তারিত পরে বলা যাবে।
Comments