ডিআইজি মিজানের দেহরক্ষী ও গাড়িচালককে কাল জিজ্ঞাসাবাদ করবে দুদক
ঘুষ লেনদেনের অভিযোগ বিষয়ে পুলিশের সাময়িক বরখাস্ত হওয়া উপমহাপরিদর্শক (ডিআইজি) মিজানুর রহমানের দেহরক্ষী ও গাড়ির চালককে আগামীকাল জিজ্ঞাসাবাদ করবে দুর্নীতি দমন কমিশন (দুদক)।
মিজানুরের দেহরক্ষী হৃদয় হাসান এবং গাড়িচালক সাদ্দাম হোসেনকে আগামীকাল (৭ জুলাই) দুদক কার্যালয়ে উপস্থিত থাকতে বলা হয়েছে বলে জানিয়েছেন প্রতিষ্ঠানটির উপপরিচালক (জনসংযোগ) প্রণব কুমার ভট্টচার্য।
এর আগে, গত ১ জুলাই ব্যক্তিগত কারণ দেখিয়ে দুদকের জিজ্ঞাসাবাদে উপস্থিত না হওয়ায় ওইদিন মিজানুরকে ফের আগামী ৮ জুলাই উপস্থিত থাকার জন্য চিঠি দেওয়া হয়।
সম্প্রতি একটি বেসরকারি টেলিভিশনের সংবাদে দেখানো হয় যে, দুর্নীতির এক মামলা থেকে রেহায় পেতে দুদকের পরিচালক খন্দকার এনামুল বাছিরকে ৪০ লাখ টাকা ঘুষ দেওয়ার অভিযোগ করেন মিজান।
দুদকের তদন্ত কমিটির মতে, ১৯৯৮ সাল থেকে ২০১৮ সালের মধ্যে পুলিশের উচ্চপদস্থ এই কর্মকর্তা অবৈধভাবে ৩ কোটি ২৮ লাখ টাকা অর্জন করেছেন।
Comments