‘এরশাদের শ্বাস-প্রশ্বাস কৃত্রিমভাবে চলেছে’
জাতীয় পার্টির চেয়ারম্যান হুসেইন মুহম্মদ এরশাদের শ্বাস-প্রশ্বাস কৃত্রিমভাবে চলেছে বলে জানিয়েছেন দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান গোলাম মোহাম্মদ কাদের।
আজ (৬ জুলাই) জাতীয় পার্টি চেয়ারম্যানের বনানী অফিসে হুসেইন মুহম্মদ এরশাদের শারীরিক অবস্থা সম্পর্কে গণমাধ্যম কর্মীদের ব্রিফ করার সময় জিএম কাদের বলেন, এরশাদের শারীরিক অবস্থা অপরিবর্তিত রয়েছে।
সম্মিলিত সামরিক হাসপাতাল (সিএমএইচ)-এর চিকিৎসকদের বরাত দিয়ে তিনি আরো বলেন, গত দুদিন ধরে এরশাদকে ডায়ালাইসিস (হেমো ডায়া ফিল্টারেশন এবং হেমো পারফিউশন) দেওয়া হচ্ছে। এতে সাবেক রাষ্ট্রপতির শরীর থেকে অপ্রয়োজনীয় পানি বের করা হচ্ছে এবং ইনফেকশন নিয়ন্ত্রণ করা হচ্ছে।
কাদের জানান, চিকিৎসকরা আশাবাদী যে অত্যাধুনিক চিকিৎসায় এরশাদ সুস্থ হয়ে উঠতে পারেন। তবে তিনি এখনো শঙ্কাযুক্ত নন।
Comments