জনবহুল এলাকায় ধূমপান করায় জরিমানা
মানিকগঞ্জ বাসস্ট্যান্ডের জনবহুল এলাকায় ধূমপান করার দায়ে এক ব্যক্তিকে ৩০০ টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালতের বিচারক মো. বিল্লাল হোসেন।
আজ (৬ জুলাই) দুপুর সাড়ে ৩টার দিকে ধুমপান ও তামাকজাত দ্রব্য ব্যবহার (নিয়ন্ত্রণ) আইন, ২০০৫ এর ৪ ধারা প্রয়োগ করে তিনি ওই জরিমানা দায়ের ও আদায় করেন।
এছাড়াও সেসময় মানিকগঞ্জ বাসস্ট্যান্ড এলাকায় মোটরযান অধ্যাদেশ, ১৯৮৩ এর ১৫২ ও ১৫৫ ধারায় - ফিটনেস, ট্যাক্স টোকেন, রুট পারমিট, ব্লু-বুক ও ইন্সুরেন্স না থাকার অপরাধে পৃথক তিনজনকে মোট ৯ হাজার টাকা জরিমানা করা হয়।
ভ্রাম্যমাণ আদালত পরিচালনায় সহায়তা করেন মানিকগঞ্জ বিআরটিএ এর মোটরযান পরিদর্শক মো. তাজুল ইসলাম এবং জেলা পুলিশ বিভাগের সদস্যরা।
Comments