জনবহুল এলাকায় ধূমপান করায় জরিমানা

Fine in Manikganj
৬ জুলাই ২০১৯, মানিকগঞ্জ বাসস্ট্যান্ডের জনবহুল এলাকায় ধূমপান করার দায়ে এক ব্যক্তিকে ৩০০ টাকা জরিমানা করা হয়। ছবি: স্টার

মানিকগঞ্জ বাসস্ট্যান্ডের জনবহুল এলাকায় ধূমপান করার দায়ে এক ব্যক্তিকে ৩০০ টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালতের বিচারক মো. বিল্লাল হোসেন।

আজ (৬ জুলাই) দুপুর সাড়ে ৩টার দিকে ধুমপান ও তামাকজাত দ্রব্য ব্যবহার (নিয়ন্ত্রণ) আইন, ২০০৫ এর ৪ ধারা প্রয়োগ করে তিনি ওই জরিমানা দায়ের ও আদায় করেন।

এছাড়াও সেসময় মানিকগঞ্জ বাসস্ট্যান্ড এলাকায় মোটরযান অধ্যাদেশ, ১৯৮৩ এর ১৫২ ও ১৫৫ ধারায় - ফিটনেস, ট্যাক্স টোকেন, রুট পারমিট, ব্লু-বুক ও ইন্সুরেন্স না থাকার অপরাধে পৃথক তিনজনকে মোট ৯ হাজার টাকা জরিমানা করা হয়।

ভ্রাম্যমাণ আদালত পরিচালনায় সহায়তা করেন মানিকগঞ্জ বিআরটিএ এর মোটরযান পরিদর্শক মো. তাজুল ইসলাম এবং জেলা পুলিশ বিভাগের সদস্যরা।

Comments

The Daily Star  | English

Bangladesh women defend SAFF title with 2-1 win against Nepal

Bangladesh retained the title of SAFF Women's Championship with a 2-1 win against Nepal in an entertaining final at the Dasharath Stadium in Kathmandu today. 

11m ago