বিশ্বকাপে বাংলাদেশের বোলারদের পারফরম্যান্স

বাংলাদেশের প্রথম বোলার হিসেবে বিশ্বকাপের এক আসরে ২০ উইকেট নেওয়ার কৃতিত্ব দেখান মোস্তাফিজুর রহমান। ভারত ও পাকিস্তানের বিপক্ষে শেষ দুই ম্যাচে টানা ৫ উইকেট তুলে নেন। তার পাশাপাশি মোহাম্মদ সাইফউদ্দিনও নিয়মিত উইকেটের দেখা পান। কিন্তু দুজনই রান দেন দেদারসে। ব্যাট হাতে রেকর্ডের পর রেকর্ড গড়া সাকিব আল হাসান বল হাতেও ছিলেন উজ্জ্বল। পান ১১ উইকেট।
mustafizur rahman
ছবি: রয়টার্স

বাংলাদেশের প্রথম বোলার হিসেবে বিশ্বকাপের এক আসরে ২০ উইকেট নেওয়ার কৃতিত্ব দেখান মোস্তাফিজুর রহমান। ভারত ও পাকিস্তানের বিপক্ষে শেষ দুই ম্যাচে টানা ৫ উইকেট তুলে নেন। তার পাশাপাশি মোহাম্মদ সাইফউদ্দিনও নিয়মিত উইকেটের দেখা পান। কিন্তু দুজনই রান দেন দেদারসে। ব্যাট হাতে রেকর্ডের পর রেকর্ড গড়া সাকিব আল হাসান বল হাতেও ছিলেন উজ্জ্বল। পান ১১ উইকেট।

খুব বেশি উইকেট না পেলেও রান দেওয়ায় সবচেয়ে কিপটে ছিলেন মেহেদী হাসান মিরাজ। নিয়ন্ত্রিত বোলিং করেন সাকিবও। কিন্তু যারপরনাই হতাশ করেন টাইগার দলনেতা মাশরাফি বিন মর্তুজা। ৮ ম্যাচে মাত্র ১ উইকেট নিতে পারেন গোটা আসর চোট নিয়ে খেলা এই পেসার। পার্টটাইম বোলিংয়ে ব্রেক থ্রু আনার কাজটায় বেশ সফল ছিলেন সৌম্য সরকার।

নাম

ম্যাচ

উইকেট

গড়

ইকোনমি

সেরা

৫ উইকেট

মোস্তাফিজুর রহমান

২০

২৪.২০

৬.৭০

৫/৫৯

মোহাম্মদ সাইফউদ্দিন

১৩

৩২.০৭

৭.১৮

৩/৭২

সাকিব আল হাসান

১১

৩৬.২৭

৫.৩৯

৫/২৯

মেহেদী হাসান মিরাজ

৫৬.৮৩

৫.০৮

২/৪৭

সৌম্য সরকার

২২.৭৫

৬.৫০

৩/৫৮

মোসাদ্দেক হোসেন সৈকত

৭১.৬৬

৫.৯৭

২/৩৩

রুবেল হোসেন

১৩১.০০

৭.৭০

১/৪৮

মাশরাফি বিন মর্তুজা

৩৬১.০০

৬.৪৪

১/৬৮

Comments

The Daily Star  | English

3 quota protest leaders held for their own safety: home minister

Three quota protest organisers have been taken into custody for their own safety, said Home Minister Asaduzzaman Khan

29m ago