রোহিত-রাহুলের জোড়া সেঞ্চুরিতে শ্রীলঙ্কাকে উড়িয়ে দিল ভারত

rohit sharma and kl rahul
ছবি: রয়টার্স

চাপের মুখে সেঞ্চুরি করে শ্রীলঙ্কাকে লড়াই করার পুঁজি দিয়েছিলেন অ্যাঞ্জেলো ম্যাথিউজ। তবে তা যথেষ্ট হয়নি জয়ের জন্য। রোহিত শর্মা ও লোকেশ রাহুলের জোড়া সেঞ্চুরিতে সহজেই লক্ষ্য পেরিয়ে যায় ভারত।

আজ (৬ জুলাই) লিডসের হেডিংলিতে টসে জিতে ব্যাটিংয়ে নেমে নির্ধারিত ৫০ ওভারে ৭ উইকেটে ২৬৪ রান করে শ্রীলঙ্কা। জবাবে ৩৯ বল হাতে রেখে মাত্র ৩ উইকেট হারিয়ে জয় তুলে নিয়েছে ভারত।

৭ উইকেটের এই জয়ে বিশ্বকাপের পয়েন্ট তালিকায় শীর্ষে উঠে গেল ভারত। ৯ ম্যাচে ৭ জয়, ১ হার ও ১ ড্রয়ে তাদের অর্জন ১৫ পয়েন্ট। দিনের অন্য ম্যাচে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে অস্ট্রেলিয়া জিতলে অবশ্য বিরাট কোহলিদের নেমে যেতে হবে দুইয়ে। সমান ম্যাচে ৮ পয়েন্ট নিয়ে ছয় নম্বরে থেকে বিশ্বকাপ শেষ করল শ্রীলঙ্কা।

এদিন প্রথম ব্যাটসম্যান হিসেবে বিশ্বকাপের এক আসরে পাঁচটি সেঞ্চুরি করার রেকর্ড গড়েন রোহিত। তিনি ছাড়িয়ে যান শ্রীলঙ্কার কুমার সাঙ্গাকারার কীর্তিকে। বিশ্বকাপের গেল আসরে লঙ্কান বাঁহাতি ব্যাটসম্যান হাঁকিয়েছিলেন টানা চারটি সেঞ্চুরি।

সাঙ্গাকারাকে টপকে যাওয়ার পাশাপাশি আরেকটি রেকর্ড ছুঁয়ে ফেলেছেন রোহিত। বসেছেন তার স্বদেশী কিংবদন্তি সাবেক তারকা শচীন টেন্ডুলকারের পাশে। বিশ্বকাপের মঞ্চে দুজনই সর্বোচ্চ ছয়টি করে সেঞ্চুরি পেয়েছেন। আগের সেঞ্চুরিটি রোহিত করেছিলেন ২০১৫ আসরে।

সংক্ষিপ্ত স্কোর:

শ্রীলঙ্কা: ৫০ ওভারে ২৬৪/৭ (করুনারত্নে ১০, কুসল পেরেরা ১৮, আভিস্কা ২০, কুসল মেন্ডিস ৩, ম্যাথিউজ ১১৩, থিরিমান্নে ৫৩, ধনঞ্জয়া ২৯*, থিসারা পেরেরা ২, উদানা ১*; ভুবনেশ্বর ১/৭৩, বুমরাহ ৩/৩৭, পান্ডিয়া ১/৫০, জাদেজা ১/৪০, কুলদীপ ১/৫৮)

ভারত: ২৬৫/৩ (৪৩.৩ ওভার) (রাহুল ১১১, রোহিত ১০৩, কোহলি ৩৪*, পান্ত ৪, হার্দিক ৬*; মালিঙ্গা ১/৮২, রাজিথা ১/৪৭, উদানা ১/৪৯, থিসারা ০/৩৪, ধনঞ্জয়া ০/৫১)।

আরও পড়ুন:

সাঙ্গাকারাকে টপকে বিশ্বকাপে সেঞ্চুরির রেকর্ড গড়লেন রোহিত

Comments

The Daily Star  | English

Bangladesh women defend SAFF title with 2-1 win against Nepal

Bangladesh retained the title of SAFF Women's Championship with a 2-1 win against Nepal in an entertaining final at the Dasharath Stadium in Kathmandu today. 

11m ago