লক্ষ্য পূরণ না হওয়ার হতাশা নিয়ে দেশের পথে মাশরাফিরা

সেমিফাইনালের স্বপ্ন নিয়ে বিশ্বকাপে এসে সেই স্বপ্ন পূরণ করতে পারেনি বাংলাদেশ। শেষ ম্যাচে পাকিস্তানের কাছে বড় হারে পাওয়া হয়নি সান্ত্বনাও। মোটা দাগে বিশ্বকাপে ব্যর্থই বলা হচ্ছে বাংলাদেশকে। ব্যর্থ মিশন শেষে তাই বিষণ্ণতা নিয়েই দেশে ফিরছে মাশরাফি বিন মর্তুজার দল।
Mashrafe Mortaza
ছবি: স্টার

সেমিফাইনালের স্বপ্ন নিয়ে বিশ্বকাপে এসে সেই স্বপ্ন পূরণ করতে পারেনি বাংলাদেশ। শেষ ম্যাচে পাকিস্তানের কাছে বড় হারে পাওয়া হয়নি সান্ত্বনাও। মোটা দাগে বিশ্বকাপে ব্যর্থই বলা হচ্ছে বাংলাদেশকে। ব্যর্থ মিশন শেষে তাই বিষণ্ণতা নিয়েই দেশে ফিরছে মাশরাফি বিন মর্তুজার দল।

শনিবার সন্ধ্যায় লন্ডনের রয়্যাল লঙ্কেশটার হোটেল থেকে বিমান বন্দরে রওয়ানা হন ক্রিকেটাররা। লন্ডনের স্থানীয় সময় রাত ১০টা ১৫ মিনিটে ইমিরেটস এয়ারলাইন্সে উড়াল দেবেন তারা। তবে দলের সঙ্গে আপাতত দেশে যাচ্ছেন না সাকিব আল হাসান, মেহেদী হাসান মিরাজ, সাব্বির রহমান ও লিটন দাস।

টুর্নামেন্টে ব্যাটে-বলে অবিশ্বাস্য ছন্দ দেখানো সাকিব ছুটি কাটাতে যাবেন সুইজারল্যান্ডে। বাকি তিনজনও নিজেদের মতো করে ঘুরে বেড়াবেন। অধিনায়ক মাশরাফিসহ বাকি এগারোজনই আছেন দেশের পথে।

হোটেল ছাড়ার আগে কোচ স্টিভ রোডস বলেন শেষটা ভালো না হলেও গোটা টুর্নামেন্টে ধারাবাহিক ছিলেন তারা, ‘শেষ ম্যাচটা ছাড়া সব ম্যাচেই আমরা ভালো খেলেছি, ধারাবাহিক খেলেছি। কিছু ম্যাচে ফল পক্ষে এসেছে, কিছু ম্যাচে আনা যায়নি। চাইলে এখান থেকে ইতিবাচক কিছু নেওয়ার আছে।’

এবার বিশ্বকাপে বাংলাদেশের ৯ ম্যাচের একটা ভেসে যায় বৃষ্টিতে। বাকি ৮ ম্যাচের মধ্যে বাংলাদেশ হারাতে পেরেছে দক্ষিণ আফ্রিকা, ওয়েস্ট ইন্ডিজ ও আফগানিস্তানকে। বাকি ম্যাচ পাঁচেই হারতে হয়েছে। এরমধ্যে নিউজিল্যান্ড ও ভারতের বিপক্ষে জেতার পরিস্থিতি থেকেও পথ হারিয়ে ম্যাচ খুইয়ে বসে বাংলাদেশ।

রোববার বাংলাদেশ সময় বিকেল ৫টা ২০ মিনিটে দেশে পৌঁছার কথা বাংলাদেশ দলের।

Comments