নিউজিল্যান্ডকে পেল ভারত, অস্ট্রেলিয়ার প্রতিপক্ষ ইংল্যান্ড
বিশ্বকাপের লিগ পর্বের শেষ দিনে শনিবার (৬ জুলাই) ছিল দুটি ম্যাচ। সেমিফাইনালের চার দল আগেই নিশ্চিত হয়ে গেলেও ম্যাচগুলোর আবেদন কমেনি। কারণ, ম্যাচ দুটির ফলের ওপরই নির্ভর করছিল শেষ চারের সূচি।
প্রথম ম্যাচে লিডসের হেডিংলিতে শ্রীলঙ্কার বিপক্ষে ৭ উইকেটে জিতেছে ভারত। ফলে ৯ ম্যাচে ১৫ পয়েন্ট নিয়ে শীর্ষে থেকে লিগ পর্ব শেষ করেছে তারা। শীর্ষস্থান পুনরুদ্ধারের সুযোগ ছিল বর্তমান চ্যাম্পিয়ন অস্ট্রেলিয়ার। কিন্তু ওল্ড ট্র্যাফোর্ডে তারা ১০ রানে হেরে গেছে দক্ষিণ আফ্রিকার কাছে। ফলে ৯ ম্যাচে ১৪ পয়েন্ট নিয়ে পয়েন্ট তালিকার দুইয়ে থেকেছে অসিরা।
১২ পয়েন্ট নিয়ে তৃতীয় স্থানে রয়েছে স্বাগতিক ইংল্যান্ড। চার নম্বরে থাকা নিউজিল্যান্ডের অর্জন ১১ পয়েন্ট।
সূচি অনুসারে, পয়েন্ট তালিকার এক নম্বর দল প্রথম সেমিফাইনালে মুখোমুখি হবে চতুর্থ দলের। অর্থাৎ ভারত খেলবে নিউজিল্যান্ডের বিপক্ষে। আর দ্বিতীয় সেমিফাইনালে লড়বে পয়েন্ট তালিকার দ্বিতীয় ও তৃতীয় দল। অর্থাৎ দুই চিরপ্রতিদ্বন্দ্বী অস্ট্রেলিয়া ও ইংল্যান্ড একে অপরকে মোকাবেলা করবে। আসরের ফাইনাল আগামী ১৪ জুলাই।
বিশ্বকাপের সেমিফাইনালের সূচি:
৯ জুলাই |
ভারত-নিউজিল্যান্ড |
বেলা সাড়ে তিনটা |
ওল্ড ট্র্যাফোর্ড |
১১ জুলাই |
অস্ট্রেলিয়া-ইংল্যান্ড |
বেলা সাড়ে তিনটা |
এজবাস্টন |
*বাংলাদেশ সময় অনুসারে
*দুটি সেমিফাইনালেই থাকছে রিজার্ভ ডে। প্রথম সেমির জন্য ১০ জুলাই ও দ্বিতীয় সেমির জন্য ১২ জুলাই রিজার্ভ ডে রাখা হয়েছে।
Comments