কার্যকর হচ্ছে না সাগরে মাছ ধরার নিষেধাজ্ঞা
কক্সবাজারের নয়নাভিরাম ইনানী সমুদ্র সৈকতে ছড়িয়ে-ছিটিয়ে পড়ে আছে মরা কাঁকড়া। এবারই প্রথম সরকার সাগরে মাছ ধরার ওপর ৬৫-দিনের নিষেধাজ্ঞা দিয়েছে।
কিন্তু, জেলেদের যথাযথভাবে পুনর্বাসন না করায় সেই নিষেধাজ্ঞা পুরোপুরি কার্যকর হচ্ছে না। গোপনে রাতের আঁধারে সাগরে মাছ ধরছেন জেলেরা। মরা কাঁকড়াগুলো তারই প্রমাণ।
গত ২০ মে শুরু হওয়া সরকারের এই নিষেধাজ্ঞা চলবে আগামী ৩১ জুলাই পর্যন্ত।
অপর ছবিতে দেখা যাচ্ছে সাগর থেকে মাছ ধরে নিয়ে যাচ্ছে জেলেরা।
দ্য ডেইলি স্টারের আলোকচিত্রী আনিসুর রহমান ছবি দুটি তুলেছেন গত ১ জুলাই।
Comments