ওয়ারীতে শিশু সায়মা হত্যায় আটক ১
রাজধানীর ওয়ারীতে সাত বছরের শিশু সামিয়া আফরিন সায়মাকে ধর্ষণ করে হত্যার ঘটনায় জড়িত সন্দেহে এক ব্যক্তিকে আটকের দাবি করেছে গোয়েন্দা পুলিশ।
ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি) সূত্র দ্য ডেইলি স্টারকে জানায়, আজ (৭ জুলাই) হারুন নামের ওই ব্যক্তিকে আটক করেছে গোয়েন্দা পুলিশ (ডিবি)।
বিকালে ডিএমপির মিডিয়া সেন্টারে সংবাদ সম্মেলন করে অভিযানের আদ্যোপান্ত জানানো হবে।
গতকাল ঢাকা মেডিকেল কলেজের (ঢামেক) ফরেনসিক বিভাগের বিশেষজ্ঞরা জানান যে, শিশু সায়মাকে ধর্ষণ করা হয়েছিলো। এরপর তাকে রশি দিয়ে শ্বাসরুদ্ধ করে হত্যা করা হয়।
এর আগে, ওয়ারী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আজিজুর রহমান জানান, আব্দুস সালামের মেয়ে এবং সিলভারডেল স্কুলের শিক্ষার্থী সায়মার মরদেহ একটি নির্মাণাধীন ভবনের অষ্টমতলা থেকে উদ্ধার করা হয়।
আরও পড়ুন:
Comments