লালমনিরহাটে বিএসএফের গুলিতে বাংলাদেশি নিহত
লালমনিরহাটের পাটগ্রাম উপজেলার শ্রীরামপুর সীমান্তে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীর (বিএসএফ) গুলিতে এক বাংলাদেশি গরু ব্যবসায়ী নিহত হয়েছেন। আজ (৭ জুলাই) ভোরে এই ঘটনা ঘটে।
পাটগ্রাম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মনসুর আলী জানান, নিহতের মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য লালমনিরহাট সদর হাসপাতালে পাঠিয়েছে পুলিশ।
নিহতের নাম এরশাদুল হক (৩৫)। তিনি উপজেলার শ্রীরামপুর গ্রামের এহসানুল হকের ছেলে।
পরিবারের বরাতে ওসি জানান, এরশাদুল আজ ভোরে ছয়-সাত জন ব্যবসায়ীর সঙ্গে গরু আনতে সীমান্ত পেরিয়ে ভারতে প্রবেশ করেন। এ সময় টহলরত বিএসএফ সদস্যরা তাদের লক্ষ্য করে গুলি ছুড়েন। গুলিবিদ্ধ হয়ে শ্রীরামপুর সীমান্ত পেরিয়ে বাংলাদেশ অংশে আসার পর মারা যান তিনি। পরে বিজিবির সহায়তায় পুলিশ তার লাশ উদ্ধার করে।
লালমনিরহাট বিজিবি-১৫ ব্যাটালিয়নের কমান্ডার লেফটেন্যান্ট কর্নেল আনোয়ার-উল-ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, বিজিবির পক্ষ থেকে এ ঘটনার প্রতিবাদ জানানো হয়েছে।
Comments