পেরুকে গুঁড়িয়ে কোপা আমেরিকা চ্যাম্পিয়ন ব্রাজিল

গ্যাব্রিয়েল জেসুস একটি গোল করলেন, আরেকটি করালেন। পরে লাল কার্ড পেয়ে বেরিয়েও গেলেন। শেষ দিকে পেনাল্টিতে ব্রাজিল পেল আরেক গোল। ঘটনাবহুল ফাইনালে পেরুকে গুঁড়িয়ে কোপা আমেরিকার শিরোপা জিতল ব্রাজিল।
brazil
২০১৯ কোপা আমেরিকার শিরোপা হাতে দানি আলভেস। ছবি: রয়টার্স

গ্যাব্রিয়েল জেসুস একটি গোল করলেন, আরেকটি করালেন। পরে লাল কার্ড পেয়ে বেরিয়েও গেলেন। শেষ দিকে পেনাল্টিতে ব্রাজিল পেল আরেক গোল। ঘটনাবহুল ফাইনালে পেরুকে গুঁড়িয়ে কোপা আমেরিকার শিরোপা জিতল ব্রাজিল।

ব্রাজিলের রিওডি জেনিরোর বিখ্যাত মারাকানা স্টেডিয়ামে রোববার রাত মাতিয়েছেন তিতের শিষ্যরা। পেরুকে ৩-১ গোলে হারিয়ে এক যুগের অপেক্ষার অবসান ঘটিয়েছে পাঁচবারের বিশ্ব চ্যাম্পিয়নরা।

লাতিন আমেরিকা অঞ্চলের শ্রেষ্ঠত্বের আসরে এই নিয়ে নয়বার চ্যাম্পিয়ন হলো ব্রাজিল। আগের শিরোপাটা ছিল সেই ২০০৭ সালে।

খেলার ১৫ মিনিটের মধ্যেই গোল পেয়ে যায় ব্রাজিল। পায়ের কারুকাজ দেখিয়ে বক্সে দুজনকে কাটিয়ে বল নিয়ে ছুটে এভারটনকে বাড়ান জেসুস। টুর্নামেন্টে সব ম্যাচেই আলো ছড়ানো এভারটনও সুযোগ হাতছাড়া করেননি।

এরপর কয়েক মিনিটের ব্যবধানে দুই গোলের সুযোগ নষ্ট করেন বার্সেলোনা তারকা ফিলিপ কৌতিনহো আর লিভারপুল তারকা রবার্তো ফিরমিনো। ২৪তম মিনিটে ফিরমিনোর কাছ থেকে বল পেয়ে লক্ষ্যে রাখতে পারেননি কৌতিনহো। মিনিট দশেক পর সহজ হেডে গোলের সুযোগ হারান ফিরমিনো।

৪৪তম মিনিটে পাওলো গেরেরার গোলে ১-১ সমতায় চলে আসে পেরু। কোপার পুরো আসরে এবার এই একটি গোলই হজম করেছে ব্রাজিল। এই গোলের রেশ থাকতেই আবার এগিয়ে যায় ব্রাজিল। অর্থারের দারুণ পাস ধরে নিখুঁত প্লেসিং শটে বল জালে জড়ান জেসুস।

বিরতির পর আক্রমণের ধারা বজায় রাখে ব্রাজিল। তবে ৭০ মিনিটে দ্বিতীয় হলুদ কার্ড দেখে জেসুস মাঠ ছাড়লে শঙ্কা বেড়ে গিয়েছিল স্বাগতিকদের।

১০ জনের ব্রাজিলকে অবশ্য চেপে ধরতে পারেনি পেরু। উল্টো ৯০ মিনিটে এভারটনকে বক্সে ফাউল করে বসে দলটি। পেনাল্টিতে পেরুর জালে তৃতীয়বারের মতো বল জড়িয়ে উল্লাস করেন রিশার্লিসন।

Comments

The Daily Star  | English

Ex-public administration minister Farhad arrested

Former Public Administration minister Farhad Hossain was arrested from Dhaka's Eskaton area

3h ago