এক্সপ্রেসওয়ে থেকে বাস ছিটকে গিয়ে ভারতে নিহত ২৯
ভারতের উত্তর প্রদেশে ছয় লেনবিশিষ্ট যমুনা এক্সপ্রেসওয়ে থেকে একটি বাস ছিটকে পড়ে ২৯ জন নিহত হয়েছেন। নয়ডা ও আগ্রাকে যুক্তকারী ১৬৫ কিলোমিটারের এই এক্সপ্রেসওয়ে ধরে লখনৌ থেকে দিল্লির দিকে যাচ্ছিল বাসটি।
ভারতের গণমাধ্যমের খবরে জানানো হয়, স্থানীয় সময় ভোর সোয়া ৪টার দিকে দুটি ফ্লাইওভারের ফাঁক দিয়ে বাসটি ১৫ ফুট নিচে একটি ড্রেনে গিয়ে পড়ে। দুর্ঘটনার কারণ হিসেবে চালকের ঘুমিয়ে যাওয়াকে প্রাথমিকভাবে দায়ী করা হচ্ছে।
উত্তর প্রদেশ পুলিশ টুইট করে জানিয়েছে, “একটি স্লীপার কোচ বিশিষ্ট যাত্রিবাহী বাস লখনৌ থেকে দিল্লি আসার পথে যমুনা এক্সপ্রেস ওয়ে থেকে প্রায় ১৫ ফুট গভীরে গিয়ে পড়ে। ২০ জন যাত্রীকে উদ্ধার করা সম্ভব হয়েছে।”
একটি ভিডিওতে দেখা যাচ্ছে, দুর্ঘটনাকবলিত বাসটি দুমড়ে গেছে এবং সেখান থেকেই মৃতদেহগুলোকে টেনে বাইরে নিয়ে আসা হচ্ছে।
দুর্ঘটনায় শোক প্রকাশ করেছেন উত্তর প্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ। হতাহতদের পরিবারের ক্ষতিপূরণ দেওয়ার নির্দেশ দিয়েছেন তিনি।
Comments