বিশ্বকাপ শেষ খাওয়াজার, বদলি ওয়েড
হ্যামস্ট্রিংয়ে চোট পেয়ে বিশ্বকাপ থেকে ছিটকে গেলেন অস্ট্রেলিয়ার উসমান খাওয়াজা। দলটির কোচ জাস্টিন ল্যাঙ্গার নিশ্চিত করেছেন, এই বাঁহাতি ব্যাটসম্যানকে তিন থেকে চার সপ্তাহ থাকতে হবে মাঠের বাইরে।
দক্ষিণ আফ্রিকার বিপক্ষে অসিদের লিগ পর্বের শেষ ম্যাচে চোট পান খাওয়াজা। ৩২৬ রান তাড়ায় তিন নম্বরে ব্যাটিং করতে নেমেছিলেন তিনি। কিন্তু চোট পেয়ে আহত অবসর নিয়ে চলে যান সাজঘরে। এরপর ইনিংসের শেষদিকে দলের প্রয়োজনে ফের ব্যাটিংয়ে নামেন। শারীরিক ঘাটতি নিয়ে কাঙ্ক্ষিত ফল অবশ্য উপহার দিতে পারেননি। অস্ট্রেলিয়া ম্যাচটা হেরে যায় ১০ রানে।
বিশ্বকাপের এবারের আসরটা খুব একটা খারাপ কাটেনি খাওয়াজার। ৯ ম্যাচে ৩৫.১১ গড়ে করেছেন ৩১৬ রান। তার ব্যাট থেকে এসেছে দুটি হাফসেঞ্চুরি। একটি বাংলাদেশের বিপক্ষে, আরেকটি প্রতিবেশী নিউজিল্যান্ডের সঙ্গে মুখোমুখি লড়াইয়ে।
বিশ্বকাপ শেষে অস্ট্রেলিয়া ও ইংল্যান্ডের মধ্যকার মর্যাদার অ্যাশেজ সিরিজ মাঠে গড়াবে। আগামী ১ আগস্ট শুরু হবে প্রথম টেস্ট। অসি কোচ ল্যাঙ্গার আশা করছেন, খাওয়াজা তার আগেই সুস্থ হয়ে উঠবেন।
খাওয়াজার বদলি হিসেবে উইকেটরক্ষক-ব্যাটসম্যান ম্যাথু ওয়েডের নাম ঘোষণা করেছে অস্ট্রেলিয়া। এখন অপেক্ষা কেবল আইসিসির টেকনিক্যাল কমিটির অনুমোদন পাওয়ার।
আগামী বৃহস্পতিবার বিশ্বকাপের দ্বিতীয় সেমিফাইনালে এজবাস্টনে স্বাগতিক ইংল্যান্ডের মুখোমুখি হবে অস্ট্রেলিয়া। সে ম্যাচে নামার আগে আরও শঙ্কা ঘিরে রেখেছে দলটিকে। পেস অলরাউন্ডার মার্কাস স্টয়নিসও ফিল্ডিংয়ের সময় পাওয়া চোটে ভুগছেন।
ওয়েডের পাশাপাশি অসি দলের সঙ্গে আগেভাগে যোগ দিয়েছেন মিচেল মার্শ। যদি স্টয়নিসও বিশ্বকাপ থেকে ছিটকে যান, তবে স্কোয়াডে অন্তর্ভুক্ত হবেন তিনি।
এর আগে চোটের কারণে বিশ্বকাপ শেষ হয়ে যায় অসিদের ওপেনার শন মার্শের। নেটে ব্যাটিং অনুশীলনের সময় তিনি চোট পেয়েছিলেন কবজিতে। তার পরিবর্তে দলে জায়গা পেয়েছেন পিটার হ্যান্ডসকম্ব।
Comments