জাপা এমপি কাজী ফিরোজ রশিদের পুত্রবধূ গুলিবিদ্ধ
জাতীয় পার্টির সংসদ সদস্য কাজী ফিরোজ রশিদের পুত্রবধূ মেরিনা শোয়েব গতরাতে গুলিবিদ্ধ হয়েছেন। যে আগ্নেয়াস্ত্র থেকে গুলিটি লেগেছে সেটি তার স্বামীর নামে নিবন্ধিত।
ধানমন্ডি থানার পরিদর্শক (তদন্ত) পারভেজ ইসলাম দ্য ডেইলি স্টারকে বলেন, গত রাত ৯টার দিকে ধানমন্ডির বাসায় মেরিনা তার পেটে গুলিবিদ্ধ হন। ঘটনার সময় তার মেয়ে, ছেলে ও গৃহকর্মী বাসায় ছিলেন।
আহত অবস্থায় তাৎক্ষণিকভাবে তাকে ল্যাব এইড হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখানকার ডাক্তাররা বলেছেন, অস্ত্রোপচারের পর তিনি এখন ঝুঁকিমুক্ত।
বাসার আশপাশের সিসিটিভি ফুটেজ ও অস্ত্রটি থেকে আঙুলের ছাপ সংগ্রহ করেছে পুলিশ। তবে এ ব্যাপারে বিস্তারিত এখনও জানা যায়নি।
Comments