মেসির কড়া সমালোচনায় ব্রাজিল কোচ তিতে
রেফারিরা দুর্নীতি পরায়ণ, ব্রাজিলকে শিরোপা জেতানোর জন্যই এসব করা হয়েছে- এমন নানা অভিযোগ এবারের কোপা আমেরিকায় তুলেছেন আর্জেন্টিনার মহাতারকা লিওনেল মেসি। এমনকি চিলিকে হারিয়ে তৃতীয় স্থান নিশ্চিত করার পরও প্রতিবাদ হিসেবে নিতে যাননি পদক। অভিযোগগুলো মূলত সে ম্যাচকেই ঘিরে। চিলির বিপক্ষে তিনি নিজেই পেয়েছিলেন বিতর্কিত লাল কার্ড। তার আগে ব্রাজিলের বিপক্ষে সেমিফাইনালে আর্জেন্টিনার দুটি পেনাল্টির আবেদনও রেফারি নাকচ করে দিয়েছিলেন। সবমিলিয়ে ক্ষোভ উগড়ে দেন পাঁচ বারের ব্যালন ডি’অর জয়ী তারকা।
মেসির তির্যক মন্তব্যগুলোকে সহজভাবে নেননি ব্রাজিল কোচ তিতে। তবে চ্যাম্পিয়ন হওয়ার আগ পর্যন্ত চুপ ছিলেন তিনি। ১২ বছরের অপেক্ষার পালা শেষ করে কোপা আমেরিকার শিরোপা পুনরুদ্ধারের পর মেসিকে পাল্টা জবাব দিয়েছেন তিতে। বার্সেলোনা তারকার কড়া সমালোচনা করে বলেছেন, ‘তার উচিত আরও সম্মানের সঙ্গে কথা বলা আর যখন সে হারে, তখন সেটাকে গ্রহণ করা উচিত।’
চিলির বিপক্ষে ম্যাচের ৩৮তম মিনিটে লাল কার্ড দেখেন মেসি। একই সঙ্গে লাল কার্ড পান প্রতিপক্ষ দলের গ্যারি মেদেলও। যদিও রেফারির দুটি সিদ্ধান্ত নিয়েই আছে প্রশ্ন। তিতেও মানছেন, সর্বোচ্চ হলুদ কার্ড পেতে পারতেন মেসি। কিন্তু সিদ্ধান্ত মেনে নিতে না পেরে ব্রাজিলকে জড়িয়ে যেসব অভিযোগ করা হয়েছে, তাতে যারপরনাই অসন্তুষ্ট তিনি, ‘আমরা আর্জেন্টিনার বিপক্ষে বৈধভাবে খেলে জিতেছি। চিলির বিপক্ষে অন্যায্যভাবে মেসিকে বহিস্কার করা হয়েছে। কিন্তু তার সতর্ক হওয়া উচিত।’
মেসির সাবেক বার্সা সতীর্থ ও ব্রাজিল দলনেতা দানি আলভেস মেসির কথাগুলোকে একেবারেই আমলে নিচ্ছেন না। শিরোপা জয়ের উল্লাসে মাতোয়ারা এই তারকা ডিফেন্ডার বলেছেন, ‘যোগ্য দল হিসেবে ব্রাজিল সেমিফাইনালে আর্জেন্টিনাকে বিদায় করেছে। এটা একটা বিশাল অর্জন (শিরোপা জেতা)। লোকে কী বলছে, তা নিয়ে আমাদের চিন্তা করার কিছু নেই। এমনকি যদি মেসিও বলে থাকে।’
বিখ্যাত মারাকানা স্টেডিয়ামে ফাইনালে রবিবার বাংলাদেশ সময় রাতে পেরুকে ৩-১ গোলে হারায় ব্রাজিল। এই নিয়ে নিজেদের মাটিতে পাঁচটি কোপা আমেরিকা আয়োজন করে সবকটিতে শিরোপা জেতার অনন্য কীর্তি গড়ল সেলেসাওরা। সবমিলিয়ে তাদের শিরোপার সংখ্যা বেড়ে হলো নয়টি।
Comments