চাপ সত্ত্বেও পদত্যাগ করবেন না হাথুরুসিংহে
বিশ্বকাপের গ্রুপ পর্ব থেকে বাদ পড়ায় ভীষণ চাপে পড়েছেন শ্রীলঙ্কার প্রধান কোচ চণ্ডিকা হাথুরুসিংহে। দেশটির ক্রীড়া মন্ত্রী তার কাজে মোটেও সন্তুষ্ট নন। তবে ব্যর্থতার দায় নিজের কাঁধে একা নিতে রাজি নন হাথুরুসিংহে। তাই উপর মহলের চাপ সত্ত্বেও পদত্যাগের ভাবনা মাথায় আনছেন না তিনি। বরং দলকে সামনের দিকে এগিয়ে নিতে আশাবাদী বাংলাদেশের সাবেক এই কোচ।
দুঃসময় পার করতে থাকা শ্রীলঙ্কা ক্রিকেট দল বিশ্বকাপের সেমিফাইনালে জায়গা করে নিলে সেটাকে অঘটনই বলতে হতো। লিগ পর্ব তারা শেষ করে ষষ্ঠ স্থানে থেকে। জেতে তিনটি ম্যাচ, হারে চারটিতে। বাকি দুটি ম্যাচ ভেসে যায় বৃষ্টিতে। তিনটি জয়ের একটি ছিল বিশ্বকাপের আয়োজক ও ওয়ানডের এক নম্বর দল ইংল্যান্ডের বিপক্ষে। তবে লঙ্কানদের ক্রিকেটীয় ঐতিহ্য সামনে টেনে আনলে এই ফল ম্লান হতে সময় লাগে না।
সোমবার (৮ জুলাই) দেশটির স্থানীয় গণমাধ্যম ‘লঙ্কাদ্বীপ ডেইলি’ জানায়, বিশ্বকাপে শ্রীলঙ্কার পারফরম্যান্সে বেজায় হতাশ তাদের ক্রীড়া মন্ত্রী হারিন ফার্নান্দো। হাথুরুসিংহেকে তাই দায়িত্ব থেকে পদত্যাগ করতে বলবেন তিনি।
ইংল্যান্ড থেকে শ্রীলঙ্কায় ফেরার পর এ বিষয়ে প্রশ্ন করা হলে লঙ্কান কোচ জানান, ‘আমার আরও ১৬ মাস বাকি আছে (চুক্তির মেয়াদের)।’
তিনি যোগ করেন, ‘আমি আশা করি, চুক্তির মেয়াদ শেষ হওয়া পর্যন্ত আমি থাকতে পারব।’
গ্রুপ পর্ব থেকে বিদায় নেওয়া প্রসঙ্গে সাবেক এই ক্রিকেটার বলেন, ‘আমাদের সবাইকে এর দায়ভার নিতে হবে। আমি মনে করি, আমরা আরও ভালো পারফরম্যান্স প্রত্যাশা করেছিলাম।...আমাদের এখান থেকে শিক্ষা নিতে হবে এবং সামনে এগোতে হবে। আমি মনে করি, আমার যোগ্যতার সেরাটাই আমি দিয়েছি।’
তবে শিগগিরই যে হাথুরুসিংহেকে কঠিন পরিস্থিতির মুখে পড়তে হচ্ছে, তার ইঙ্গিত মিলেছে হারিনের এই মন্তব্যে, ‘যদি প্রধান কোচ পদত্যাগ না করে, আমরা তাকে জোর করতে পারি না। কিন্তু আমরা এমন কাউকে নিয়োগ দিতে পারি যিনি তার উপরে থাকবেন।’
Comments