পুলিশের আশ্বাসে মালিবাগ থেকে কমলাপুর পর্যন্ত অবরোধ তুলে নিয়েছেন রিকশাচালকরা
আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যদের প্রাথমিক আশ্বাসের ভিত্তিতে আজকের মতো রাজধানীর মালিবাগ, খিলগাঁও ও কমলাপুর এলাকা থেকে অবরোধ তুলে নিয়েছেন রিকশাচালকরা। তবে সায়দাবাদ এলাকায় এখনো রিকশাচালকরা অবরোধ চালিয়ে যাচ্ছেন।
এদিকে, সড়কে রিকশা চলাচলে কোনো বাধা দেওয়া হলে আগামী ১১ জুলাই আবারো বড় পরিসরে আন্দোলনের হুমকি দিয়েছেন তারা।
সবুজবাগ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সোহরাব হোসেন দ্য ডেইলি স্টারকে বলেন, আপাতত আন্দোলন বন্ধ করার জন্যে রিকশা চলতে দেওয়ার প্রতিশ্রুতি দেওয়া হয়েছে। পরবর্তী সিদ্ধান্ত পরে জানানো হবে।
এদিকে, খিলগাঁও থেকে আমাদের সংবাদদাতা জানান, আন্দোলনরত রিকশাচালকরা অন্যদের রিকশা চালাতে বাধা দিচ্ছেন। তারা বলছেন যে যেহেতু আজকে আন্দোলন চলছে তাই কোনো রিকশা চলতে দেওয়া হবে না।
সেই এলাকায় আন্দোলনকারী রিকশাচালকদের বিভিন্ন রিকশা থেকে যাত্রী নামিয়ে চাকার হওয়া ছেড়ে দিতে দেখা যায়।
আরো পড়ুন:
Comments