কক্সবাজার সমুদ্রসৈকত থেকে ৬ জনের মরদেহ উদ্ধার
কক্সবাজার সমুদ্রসৈকতের সিগাল পয়েন্টে থেকে আজ (১০ জুলাই) ছয় জনের মরদেহ উদ্ধার করেছে পুলিশ।
কক্সবাজার সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি তদন্ত) মো. খাইরুজ্জামান জানান, নিহতরা সবাই জেলে। ধারণা করা হচ্ছে এরা ট্রলার ডুবির শিকার হয়েছিলেন। সৈকতে সেই ট্রলারটিও ভেসে এসেছে। এর ভেতর থেকেই দুই জনের মরদেহ উদ্ধার করা হয়।
এ সময় অজ্ঞান অবস্থায় আরও দুই ব্যক্তিকে উদ্ধার করে দ্রুত কক্সবাজার সদর হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে।
গতরাত তিনটায় চার জন এবং আজ সকাল নয়টার দিকে বাকি দুই জনের মরদেহ উদ্ধার করা হয় বলে জানিয়েছেন ওসি।
Comments