আইয়ুব বাচ্চুর জন্মদিনে শ্রদ্ধা
আগামী ১৬ আগস্ট আইয়ুব বাচ্চুর জন্মদিন। সেই দিনটিতে শিল্পীর প্রতি শ্রদ্ধা নিবেদনের জন্য তৈরি করা হয়েছে একটি গান। গানটির নাম ‘মেনে নেওয়া যায় না’। এটি শোনা যাবে ফাহমিদা নবী এবং এস আই টুটুলের কণ্ঠে।
গানের কথা হলো- ‘না এভাবে মেনে নেওয়া যায় না, তোমার চলে যাওয়া, এই রূপালি গিটার ফেলে চলে একেলা’। গানটির কথা ও সুর করেছেন তিতাস কাজী।
ফাহমিদা নবী দ্য ডেইলি স্টার অনলাইনকে বলেন, “আমাদের সংগীতাঙ্গনে আইয়ুব বাচ্চুর অবদানের কথা কারো অজানা নয়। আমাদের ব্যান্ডসংগীতকে অন্য এক উচ্চতায় নিয়ে গেছেন এই তারকাশিল্পী।”
‘রূপালি গিটারের কবি’-র প্রতি শ্রদ্ধা ও ভালোবাসা জানাতেই এই গানটি করা হয়েছে উল্লেখ করে তিনি আরো বলেন, “গানটির দুটি ভার্সন প্রকাশ করা হবে। এর মধ্যে একটি আমার এবং অন্যটি এস আই টুটুলের কণ্ঠে শুনতে পাবেন শ্রোতারা।”
গানটি সবার ভালো লাগবে বলেও আশা করেন ফাহমিদা।
Comments