কক্সবাজারে অস্ত্রসহ ৩ রোহিঙ্গা আটক

কক্সবাজারে দেশীয় অস্ত্র ও খেলনা পিস্তলসহ তিন রোহিঙ্গা যুবককে আইন-শৃঙ্খলা বাহিনীর হাতে তুলে দিয়েছে স্থানীয়রা। মঙ্গলবার (৯ জুলাই) রাত ৯টার দিকে টেকনাফ উপজেলার হ্নীলা ইউনিয়নের পশ্চিম লেদার শিয়াইল্যাঘোনা এলাকায় তাদের আটক করা হয়।
rohingya refugee camps
২০১৭ সালের আগস্টে সেনাবাহিনীর নিষ্ঠুর নির্যাতনের শিকার হয়ে মিয়ানমার ছেড়ে নতুন করে অন্তত ৮ লাখ রোহিঙ্গা কক্সবাজারের বিভিন্ন আশ্রয় কেন্দ্রে অবস্থান করছে। ছবি: এএফপি

কক্সবাজারে দেশীয় অস্ত্র ও খেলনা পিস্তলসহ তিন রোহিঙ্গা যুবককে আইন-শৃঙ্খলা বাহিনীর হাতে তুলে দিয়েছে স্থানীয়রা। মঙ্গলবার (৯ জুলাই) রাত ৯টার দিকে টেকনাফ উপজেলার হ্নীলা ইউনিয়নের পশ্চিম লেদার শিয়াইল্যাঘোনা এলাকায় তাদের আটক করা হয়।

আটককৃতরা হলো- হ্নীলা নয়াপাড়া শরণার্থী ক্যাম্পের সি-ব্লকের আব্দুর রহমানের ছেলে সোলতান রহমান (১৮), মোহাম্মদ আলমের ছেলে মো. আয়াছ (২০) ও জুবাইরের ছেলে নুর কামাল (২০)। তাদের কাছ থেকে একটি দেশীয় অস্ত্র ও একটি খেলনা পিস্তল উদ্ধার করা হয়েছে।

নয়াপাড়া বিজিবির বিওপি ক্যাম্পের কমান্ডার সুবেদার আব্দুল কাদের স্থানীয়দের সহায়তায় অবৈধ অস্ত্রসহ তিনজন রোহিঙ্গা সন্ত্রাসীকে আটকের পর পুলিশের কাছে সোপর্দ করা হয়েছে বলে জানান। তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে। টেকনাফ থানার ওসি প্রদীপ কুমার দাশ বলেন, আজ তাদের তিনজনকে আদালতের মাধ্যমে জেলা কারাগারে প্রেরণ করা হয়েছে। তাদের বিরুদ্ধে অস্ত্র আইনে মামলা হয়েছে।

 

Comments

The Daily Star  | English

Teesta floods bury arable land in sand, leaving farmers devastated

40 unions across 13 upazilas in Lalmonirhat, Kurigram, Rangpur, Gaibandha, and Nilphamari are part of the Teesta shoal region

1h ago