গৃহসজ্জায় গাছ

ইট কাঠের শহর ঢাকায় দিন দিন বাড়ছে ছাদ বাগানের প্রতি মানুষের আগ্রহ। দৃশ্যমান এই পরিবর্তনকে লক্ষ্য রেখে রাজধানীর বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রের পাশের মাঠে এবারের বৃক্ষ মেলায় বন অধিদপ্তরের আশা লক্ষমাত্রা ছাড়িয়ে গাছ বিক্রি হবে ৬ কোটি টাকার।

ইট কাঠের শহর ঢাকায় দিন দিন বাড়ছে ছাদ বাগানের প্রতি মানুষের আগ্রহ। দৃশ্যমান এই পরিবর্তনকে লক্ষ্য রেখে রাজধানীর বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রের পাশের মাঠে এবারের বৃক্ষ মেলায় বন অধিদপ্তরের আশা লক্ষমাত্রা ছাড়িয়ে গাছ বিক্রি হবে ৬ কোটি টাকার।

জুনের ২০ তারিখে শুরু হওয়া মাসব্যাপী এই মেলার প্রথম ১০ দিনেই বিক্রি হয়েছে ৩ কোটি ৭০ লক্ষ টাকার প্রায় ৫ লাখ চারা। মাত্র ৫০ টাকা থেকে শুরু করে ৩০ হাজার টাকার গাছের চারাও পাওয়া যাচ্ছে এই মেলায়।

মেলায় উঠেছে বিভিন্ন দেশের বিরল সব গাছের চারা। যেমন- জাম্বুরা আম। এই আম আকারে, রঙে আমাদের দেশীয় আমের চেয়ে একেবারে ভিন্ন। ভালো হতো একবার চেখে দেখা গেলে। এবারই প্রথম বাণিজ্যিকভাবে বিক্রির জন্যে মেলায় উঠেছে আমাজনের বিখ্যাত ওয়াটার লিলি। যাদের বাড়িতে বা ছাদে বড় বাগান তৈরির সুযোগ আছে তারা সংগ্রহ করতে পারেন আমাজন লিলির চারা। এছাড়াও আছে নানা দেশের বিভিন্ন ধরনের অর্কিড এবং ক্যাকটাস।     

রসনা বিলাসী মানুষের জন্যে আছে গরম মসলা সহ বিলুপ্তপ্রায় নানা গাছের চারা।

বিস্তারিত দেখুন ভিডিও প্রতিবেদনে

Comments