ফাইনালে উল্টো ভারতীয়দের সমর্থন আশা করছেন উইলিয়ামসন
বিশ্বের সবচেয়ে সমর্থনপুষ্ট দল ভারত। প্রায় দেড়শো কোটি মানুষের দেশে ক্রিকেট নিয়ে উন্মাদনা আকাশ ছোঁয়া। বিশ্বকাপের ভরপুর গ্যালারিতেও তা টের পাওয়া যায়। ভারতকে হারিয়ে এত বিপুল সমর্থকদের কি রাগিয়ে দিলেন না? সংবাদ সম্মেলনে এমন মজার প্রশ্ন কেন নিউজিল্যান্ড অধিনায়ক কেন উইলিয়ামসনের কাছে। উইলিয়ামসনের আশা ক্ষুব্ধ নয়, ভারতীয়রা ফাইনালে সাপোর্ট করবেন নিউজিল্যান্ডকেই।
বুধবার ম্যানচেস্টারে রিজার্ভ ডেতে গড়নো উত্তেজনায় ঠাসা সেমিফাইনালে ভারতকে ১৮ রানে হারিয়ে দেয় নিউজিল্যান্ড। টানা দ্বিতীয়বারের মতো তারা উঠে যায় বিশ্বকাপের ফাইনালে।
ভারতকে হতাশায় ডুবিয়ে কি শত কোটি মানুষের রাগের কারণ হয়ে গেলেন না? উইলিয়ামসনের উত্তর, ‘আশা করছি তারা বেশি রাগ করবে না। খেলাটার জন্য ভারতীয়দের আবেগ অতুলনীয়। ভাগ্য ভাল যে ভারতের মতো একটা দল ক্রিকেট খেলে যাদের বিপুল সমর্থন আছে। এই দেড়শো কোটি সমর্থককে এখন আমরাও নিজেদের ভাবতে পারি। আশা করছি ফাইনালে তারা আমাদের সমর্থন করবে, কি মনে হয়?’
ভারতীয় ভক্তদের সমর্থন চাইছেন। কিন্তু নিজেদের দলের কঠিন বাস্তবতা যেন সমর্থকরা বোঝে, ক্রিকেটীয় প্রেক্ষিতে সেই আহবানও করে গেলেন কিউই অধিনায়ক, 'ভারত বিশ্বসেরা দলগুলোর একটি। ওদের দারুণ সব ক্রিকেটার আছে। প্রায়ই ১ বা ২ নম্বরে থাকে তারা। কিন্তু নির্দিষ্ট একটা দিনে যেকেউ জিততে পারে। দল হিসেবে ভারতের প্রতি অশেষ শ্রদ্ধা। আশা করছি তাদের সমর্থকরা পাশেই থাকবেন আর ক্রিকেটের প্রেক্ষিতটা বুঝবেন। খেলাটা আসলে মাঝে মাঝে কঠিন সময় উপহার দেয়।’
Comments