বিকাল নাগাদ রাজশাহীর সঙ্গে রেল যোগাযোগ শুরু হতে পারে

আজ (১১ জুলাই) বিকাল নাগাদ রাজশাহীর সঙ্গে সারাদেশের রেল যোগাযোগ শুরু হতে পারে বলে জানিয়েছেন রেলওয়ের একজন কর্মকর্তা।
rajshahi rail
১১ জুলাই ২০১৯, রাজশাহীতে লাইনচ্যুত হওয়া ট্যাঙ্কার উদ্ধারে নিয়োজিত কর্মীরা। ছবি: স্টার

আজ (১১ জুলাই) বিকাল নাগাদ রাজশাহীর সঙ্গে সারাদেশের রেল যোগাযোগ শুরু হতে পারে বলে জানিয়েছেন রেলওয়ের একজন কর্মকর্তা।

রেলওয়ের রাজশাহী বিভাগের ব্যবস্থাপক মিজানুর রহমান দ্য ডেইলি স্টারকে জানান, সকাল পর্যন্ত উদ্ধারকারীরা লাইনচ্যুত হওয়া আটটি ট্যাঙ্কারের মধ্যে তিনটিকে তুলতে পেরেছে।

এছাড়াও, রেল লাইনের ব্যাপক ক্ষতি হওয়ায় লাইন মেরামতের কাজ চলছে উল্লেখ করে তিনি বলেন, প্রতিকূল আবহাওয়ার কারণে উদ্ধার কাজে বিলম্ব হচ্ছে।

মিজানুর রহমান বলেন, রাজশাহী রেলস্টেশনমুখি ট্রেনগুলো ঈশ্বরদী ও নাটোর থেকে ফিরে যাচ্ছে। আজ বিকাল নাগাদ রেল যোগাযোগ পুনরায় চালু হওয়ার সম্ভাবনা রয়েছে বলে আশা প্রকাশ করেন তিনি।

উদ্ধারকারীরা রেললাইনে ফাটল দেখতে পেয়েছেন তবে তা দুর্ঘটনার আগে থেকেই ছিলো কী না সে বিষয়টি তারা নিশ্চিত করতে পারেননি বলে জানান সেই কর্মকর্তা।

এ ঘটনায় রেলের সহকারী নির্বাহী প্রকৌশলী আব্দুর রশীদকে সাময়িক বরখাস্ত করার পাশাপাশি বিভাগীয় যোগাযোগ কর্মকর্তা আব্দুল্লাহ আল মামুনের নেতৃত্বে পাঁচ সদস্যের একটি তদন্ত কমিটি গঠন করা হয়েছে।

উল্লেখ্য, ৩০টি ট্যাঙ্কার নিয়ে গতকাল সন্ধ্যা ৬টার দিকে চারঘাট উপজেলায় দুর্ঘটনায় পড়ে তেলবাহী ট্রেনটি। এরপর থেকে সারাদেশের সঙ্গে এখনো রাজশাহীর রেল যোগাযোগ বিচ্ছিন্ন রয়েছে।

Comments