স্ত্রীর ডেঙ্গু, মেয়রকে ৫০ লাখ টাকা ক্ষতিপূরণের নোটিশ
স্ত্রী ডেঙ্গুতে আক্রান্ত হওয়ায় ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের (ডিএসসিসি) মেয়র এবং প্রধান নির্বাহী কর্মকর্তাকে ৫০ লাখ টাকা ক্ষতিপূরণের নোটিশ পাঠিয়েছেন সুপ্রিম কোর্টের একজন আইনজীবী।
তার অভিযোগ- তার এলাকায় এডিস মশা নিয়ন্ত্রণ করতে সিটি করপোরেশন ব্যর্থ হওয়ায় তার স্ত্রী ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়েছেন।
আইনজীবী তানজিম আল ইসলাম তার নোটিশে আগামী সাতদিনের মধ্যে ক্ষতিপূরণ দেওয়ার কথা বলেছেন।
পরবর্তী তিনদিনের মধ্যে খিলগাঁও ১ নং ওয়ার্ডে যেখানে তিনি ও তার পরিবার বসবাস করেন সেখানে মশা নিয়ন্ত্রণে কার্যকর ব্যবস্থা নিতে মেয়র ও নির্বাহী কর্মকর্তাকে অনুরোধ করেন।
আইনি নোটিশে তানজিম বলেন যে তার স্ত্রী গত ২৯ জুন ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়েছেন। তাকে হাসপাতালে পাঁচদিন চিকিৎসা দেওয়া হয়েছে কিন্তু তিনি এখনো অসুস্থ রয়েছেন।
করপোরেশন কর্তৃপক্ষ এডিস মশা নিয়ন্ত্রণে পুরোপুরি ব্যর্থ হয়েছে উল্লেখ করে তানজিম নোটিশে বলেন যে এ কারণেই তার স্ত্রীর অসুস্থতার দায়ভার করপোরেশনকে নিতে হবে।
তানজিম দ্য ডেইলি স্টারকে বলেন, আগামী সাতদিনের মধ্যে করপোরেশন যদি তাকে ক্ষতিপূরণ দিতে ও এডিস মশা নিয়ন্ত্রণে ব্যর্থ হয় তাহলে তিনি হাইকোর্টে রিট আবেদন করবেন।
Comments