রাত ৮টা থেকে যেসব এলাকায় গ্যাস থাকবে না
তিতাস গ্যাসের জরুরি রক্ষণাবেক্ষণ কাজের জন্যে আজ (১১ জুলাই) রাত ৮টা থেকে ঢাকা ও সাভারের বেশ কয়েকটি এলাকায় ১২ ঘণ্টা গ্যাস থাকবে না।
তিতাসের এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, জিটিসিএল কর্তৃক আমিনবাজার সিজিএস এর জরুরি রক্ষণাবেক্ষণ কাজের জন্য আজ রাত ৮টা থেকে আগামীকাল (১২ জুলাই) সকাল ৮টা পর্যন্ত তিতাস গ্যাসের আমিনবাজার ডিআরএস-এ গ্যাস সরবরাহ বন্ধ থাকবে।
সে সময়ে আমিনবাজার ডিআরএস দিয়ে ঢাকা মহানগরমুখী ও সাভারমুখী পাইপলাইন দিয়ে ঢাকার পশ্চিমাংশ ও সাভারে গ্যাস সরবরাহ বন্ধ থাকবে।
বিজ্ঞপ্তিতে আরো বলা হয়, উল্লেখিত সময়ে ঢাকা মহানগরীর গাবতলী, দারুস-সালাম, মিরপুর, মিরপুর ডিওএইচএস, কল্যাণপুর, পাইকপাড়া, মনিপুর, শ্যামলী, আদাবর, আগারগাঁও, গণভবন, মোহাম্মদপুর, শুক্রাবাদ, ধানমন্ডি, ঝিগাতলা, হাজারীবাগ, কামরাঙ্গীরচর, নবাবগঞ্জ, লালবাগ এবং সাভার ও এর আশপাশের এলাকায় গ্যাস সরবরাহ বিঘ্নিত হবে বা গ্যাসের স্বল্পচাপজনিত সমস্যা বিরাজ করবে।
Comments