তেলের ট্যাঙ্কার আটকে দেওয়ার চেষ্টা করেছিলো ইরান, দাবি ব্রিটেনের

পারস্য উপসাগরে হরমুজ প্রণালীতে ইরানের তিনটি জলযান ব্রিটেনের পতাকাবাহী একটি তেলের ট্যাঙ্কার আটকে দেওয়ার চেষ্টা করছিলো- এমন দাবি করেছে ব্রিটিশ সরকার।
HMS Montrose
ব্রিটেনের এইচএমএস মনট্রোস যুদ্ধজাহাজ। ছবি: রয়টার্স ফাইল ফটো

পারস্য উপসাগরে হরমুজ প্রণালীতে ইরানের তিনটি জলযান ব্রিটেনের পতাকাবাহী একটি তেলের ট্যাঙ্কার আটকে দেওয়ার চেষ্টা করছিলো- এমন দাবি করেছে ব্রিটিশ সরকার।

বার্তা সংস্থা রয়টার্সের প্রতিবেদনে বলা হয়, আজ (১১ জুলাই) ব্রিটিশ সরকারের একজন মুখপাত্র এক বার্তায় জানান যে ব্রিটেনের এইচএমএস মনট্রোস যুদ্ধজাহাজ ব্রিটেনের পতাকাবাহী তেল ট্যাঙ্কার ব্রিটিশ হেরিটেজ এবং ইরানের জলযানগুলোর মাঝখানে অবস্থান নেয়।

এরপর মৌখিকভাবে ইরানি জলযানগুলোকে সতর্ক করার পর তারা সরে যায় বলেও উল্লেখ করেন সেই মুখপাত্র।

ব্রিটেনের এমন দাবি নাকচ করে দিয়েছেন ইরানের পররাষ্ট্রমন্ত্রী মোহাম্মদ জাভেদ জারিফ। দেশটির আধা-সরকারি বার্তা সংস্থা ফারস জানায়, পররাষ্ট্রমন্ত্রী জাভেদ এমন খবরকে ‘আজগবি’ বলে উল্লেখ করেছেন।

উল্লেখ্য, গত সপ্তাহে ভূমধ্যসাগরে ব্রিটিশ-শাসিত জিব্রাল্টার দ্বীপের কাছে সিরিয়ার তেল রয়েছে সন্দেহে ইরানের ‘গ্রেস-১’ তেল ট্যাঙ্কারটিকে আটক করে ব্রিটেনের রাজকীয় নৌসেনারা। এরপর থেকে ব্রিটেন এবং ইরানের মধ্যে তেল ট্যাঙ্কার নিয়ে উত্তেজনা শুরু হয়।

Comments