মন্ত্রী হচ্ছেন ইমরান, নতুন প্রতিমন্ত্রী ইন্দিরা
সম্প্রসারণ করা হচ্ছে মন্ত্রিসভা। এর মধ্যে একজন প্রতিমন্ত্রীকে পূর্ণ মন্ত্রী ও নতুন একজনকে প্রতিমন্ত্রী করা হচ্ছে। মন্ত্রিপরিষদ সচিব মোহাম্মদ শফিউল আলম জানিয়েছেন, শনিবার তারা শপথ নেবেন।
জেলা প্রশাসকদের সম্মেলন নিয়ে সচিবালয়ে প্রেস ব্রিফিংয়ের পর সাংবাদিকদের সাথে আলাপকালে মন্ত্রিপরিষদ সচিব বলেন, শনিবার একজন মন্ত্রী ও একজন প্রতিমন্ত্রী শপথ নেবেন।
প্রবাসীকল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান প্রতিমন্ত্রী ইমরান আহমেদকে পূর্ণমন্ত্রী এবং আওয়ামী লীগের মহিলাবিষয়ক সম্পাদক ফজিলাতুন্নেছা ইন্দিরাকে প্রতিমন্ত্রী করা হচ্ছে কিনা- এমন প্রশ্ন করা হলে মন্ত্রিপরিষদ সচিব ইতিবাচক জবাব দেন।
তাদের শপথগ্রহণ সম্পর্কে সাংবাদিকদের অন্য প্রশ্নের জবাবে শফিউল আলম শুধু বলেন, “শপথগ্রহণ শনিবার অনুষ্ঠিত হবে।”
Comments