অভিনব কায়দায় এসি বাসে মাদকের চালান
বাসের অনেকগুলো সিট ভাঙা, ভেতরে বাঁশ। চলাচল করার যে জায়গাটা থাকে সেখানেও এলোমেলো করে দড়ি দিয়ে বেঁধে রাখা হয়েছে ভাঙা সিট। পরিবেশ দেখে মনে হবে বাসটি ব্যবহার অনুপযোগী। মেরামতের ছুঁতোয় এটিকে ঢাকায় আনা হয়েছিল। আড়ালে ছিল বিপুল পরিমাণ ফেনসিডিল।
আজ (১১ জুলাই) সকালে বেনাপোল থেকে রাজধানীর মোহাম্মদপুর বাসস্ট্যান্ডে আসা শীতাতপ নিয়ন্ত্রিত বাসটিতে অভিযান চালিয়ে বাসটির পেছন দিকে কৌশলে লুকিয়ে রাখা একটি বাক্স থেকে প্রায় এক হাজার বোতল ফেনসিডিল উদ্ধার করেছে র্যাব।
র্যাব-২ এর কোম্পানি কমান্ডর মোহাম্মদ মহিউদ্দিন ফারুক দ্য ডেইলি স্টারকে জানান, এ ঘটনায় চারজনকে আটক করা হয়েছে। তারা যশোর সীমান্ত থেকে মাদকগুলো ঢাকায় নিয়ে এসেছে।
মহিউদ্দিন বলেন, গাড়িটিতে কোনো পরিবহন কোম্পানির নাম লেখা ছিল না। এই কায়দায় এ পর্যন্ত তারা চার বার ঢাকায় মাদকের চালান নিয়ে এসেছে বলে প্রাথমিক জিজ্ঞাসাবাদে আটককৃতরা স্বীকার করেছেন।
আটককৃতরা হলেন, মোহন (২৫), বাবলু (২৮), আসাদুল (৩০), এবং রুবেল (২৭)। তারা যশোর এবং ঝিনাইদহ জেলার বাসিন্দা।
তাদের বিরুদ্ধে মাদক আইনে মামলা দায়েরের প্রস্তুতি চলছে বলে জানায় র্যাব।
Comments