বিদেশে কারাগারে ৮৮৪৮ জন বাংলাদেশি, এর মধ্যে ২০৪৯ জন ভারতে

ak abdul momen
পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেন। ফাইল ছবি

বিভিন্ন দেশের কারাগারে ৮ হাজার ৮৪৮ জন বাংলাদেশি বন্দী রয়েছেন বলে জানিয়েছেন পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেন। যেসব দেশে সবচেয়ে বেশি বাংলাদেশি বন্দী রয়েছেন তার মধ্যে রয়েছে ভারত, সৌদি আরব, সংযুক্ত আরব আমিরাত, মালয়েশিয়া ও বাহরাইন রয়েছে।

সংসদ সদস্যদের প্রশ্নের জবাবে আজ বৃহস্পতিবার জাতীয় সংসদে এই তথ্য জানান পররাষ্ট্রমন্ত্রী।

কোন দেশে কতজন বাংলাদেশি বন্দী রয়েছেন তারও একটি তালিকা সরবরাহ করেন মন্ত্রী। এই তালিকা অনুযায়ী বিদেশের মাটিতে সবচেয়ে বেশি সংখ্যক বাংলাদেশি বন্দী রয়েছেন ভারতে। দেশটিতে সব মিলিয়ে বন্দী রয়েছেন ২০৪৯ জন।

হাজারের বেশি বাংলাদেশি বন্দী রয়েছেন এমন দেশের সংখ্যা তিনটি। আর শতাধিক বাংলাদেশি বন্দী থাকা দেশ ১৩টি।

পররাষ্ট্রমন্ত্রীর দেওয়া তালিকা অনুযায়ী সৌদি আরবে ১২৮৯ জন, সংযুক্ত আরব আমিরাতে ১১৫৬ জন, বাহরাইনে ৬৯৩ জন, মালয়েশিয়ায় ৫৭২ জন, ওমানে ৪৪২ জন, কুয়েতে ৩১৬ জন, তুরস্কে ২৮০ জন, ইরাকে ২৭৫ জন, ইরানে ২৪৩ জন, যুক্তরাজ্যে ১২৬ জন, লিবিয়ায় ১২২ জন, গ্রীসে ১০৬ জন বাংলাদেশি বন্দী রয়েছেন।

বাকি বাংলাদেশি বন্দীরা রয়েছেন পৃথিবীর বিভিন্ন দেশে।

Comments

The Daily Star  | English

Bangladesh women defend SAFF title with 2-1 win against Nepal

Bangladesh retained the title of SAFF Women's Championship with a 2-1 win against Nepal in an entertaining final at the Dasharath Stadium in Kathmandu today. 

11m ago