১০ বছরে বিএসএফের হাতে নিহত ২৯৪ বাংলাদেশি

bsf
এনডিটিভি ফাইল ছবি

গত ১০ বছরে ভারতের সীমান্তরক্ষী বাহিনী বিএসএফের হাতে ২৯৪ জন বাংলাদেশি নিহত হয়েছেন সংসদে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খাঁন কামাল।

স্বরাষ্ট্রমন্ত্রী সংসদকে জানান, ভারত-বাংলাদেশ সীমান্তে ২০০৯ সালে অন্তত ৬৬ জন, ২০১০ সালে ৫৫, ২০১১ ও ২০১২ সালে ২৪ জন করে মোট ৪৮ জন, ২০১৩ সালে ১৮ জন, ২০১৪ সালে ২৪ জন, ২০১৫ সালে ৩৮ জন, ২০১৬ সালে ২৫ জন, ২০১৭ সালে ১৭ জন ও ২০১৮ সালে ৩ জন বাংলাদেশি নিহত হয়েছেন।

চাঁপাইনবাবগঞ্জ-৩ আসনের বিএনপির সংসদ সদস্য এম হারুনুর রশিদের প্রশ্নের জবাবে আজ সংসদে এই তথ্য উপস্থাপন করেন স্বরাষ্ট্রমন্ত্রী। বিএসএফের হাতে বাংলাদেশিদের নিহত হওয়া ঠেকাতে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) সর্বোচ্চ চেষ্টা জারি রেখেছে বলেও উল্লেখ করেন তিনি।

লিখিত জবাবে মন্ত্রী আরও বলেন, সীমান্তে হত্যাকাণ্ড বন্ধে কূটনৈতিক প্রচেষ্টাও অব্যাহত রেখেছে বাংলাদেশ সরকার। সীমান্তে হত্যাকাণ্ড শূন্যে নামিয়ে আনতে বিএসএফ সম্মত রয়েছে জানিয়ে তিনি বলেন, গত বছরের তুলনায় সীমান্তে বাংলাদেশি হত্যা উল্লেখযোগ্যভাবে কমে এসেছে।

Comments

The Daily Star  | English
tax collection target for IMF loan

IMF projects 5.4% growth for Bangladesh economy in FY26

The latest forecast is close to the government’s projection of 5.5 percent growth for FY26.

11m ago