পাহাড় ধসে রাঙামাটিতে নিহত ২, চট্টগ্রামে আহত ৩

ভারী বর্ষণে সৃষ্ট পাহাড় ধসে রাঙামাটিতে দুজন মারা গেছেন এবং চট্টগ্রামে তিন ব্যক্তি আহত হয়েছেন। আজ (১৩ জুলাই) সকালের দিকে এই দুর্ঘটনা ঘটে।
landslide
ছবি: স্টার অনলাইন গ্রাফিক্স

ভারী বর্ষণে সৃষ্ট পাহাড় ধসে রাঙামাটিতে দুজন মারা গেছেন এবং চট্টগ্রামে তিন ব্যক্তি আহত হয়েছেন। আজ (১৩ জুলাই) সকালের দিকে এই দুর্ঘটনা ঘটে।

রাঙামাটির পাহাড় ধসের খবর নিশ্চিত করে চন্দ্রঘোনা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আশফাক উদ্দিন জানান, উপজেলার কারিগরপাড়া এলাকায় সকাল সাড়ে ১১টার দিকে এই দুর্ঘটনা ঘটে।

আমাদের স্থানীয় সংবাদদাতা জানান, এখন পর্যন্ত নিহতদের পরিচয় শনাক্ত করা যায়নি।

এদিকে, চট্টগ্রাম নগরীর বায়েজিদ এবং খুলশী এলাকায় আজ সকালে মাটির নীচে চাপা পড়ে তিন ব্যক্তি আহত হয়েছেন।

চট্টগ্রাম ফায়ার সার্ভিসের সহকারী পরিচালক জসীম উদ্দিনের বরাতে আমাদের জেলা সংবাদদাতা জানান, স্থানীয়দের সহযোগিতায় আজ সকাল ১০টার দিকে বায়েজিদের আরেফিন নগর এলাকা থেকে দুই ব্যক্তিকে উদ্ধার করা হয়।

তিনি আরও জানান, এরপর দুপুর ১২টার দিকে খুলশীর কুসুমবাগ আবাসিক এলাকায় মাটির নীচ থেকে অপর এক ব্যক্তিকে উদ্ধার করে ফায়ার সার্ভিসের সদস্যরা।

উদ্ধারের পর এই তিনজনকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে (চমেক) নিয়ে যাওয়া হয়েছে।

Comments

The Daily Star  | English

Ex-public administration minister Farhad arrested

Former Public Administration minister Farhad Hossain was arrested from Dhaka's Eskaton area

3h ago