বন্যা মোকাবিলায় সকল প্রস্তুতি নেওয়া হয়েছে: প্রধানমন্ত্রী

PM
প্রধানমন্ত্রী শেখ হাসিনা। ফাইল ছবি

দেশের সম্ভাব্য বন্যা পরিস্থিতি মোকাবিলায় সরকার সব ধরনের প্রস্তুতি নিয়েছে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

তিনি বলেন, “আমাদের সর্বত্র প্রস্তুতি রয়েছে, আমরা যেকোনো ধরনের সংকটের মুখোমুখি হতে পারি, কিন্তু আমাদের অবশ্যই সতর্ক থাকতে হবে যাতে বন্যার কারণে মানুষের ক্ষতি না হয়।”

আজ (১৩ জুলাই) নিজ কার্যালয়ে মন্ত্রণালয় ও অধীনস্থ সংস্থাসমূহের বার্ষিক কর্মসম্পাদন চুক্তি (এপিএ) স্বাক্ষর অনুষ্ঠানে এ কথা বলেন প্রধানমন্ত্রী।

শেখ হাসিনা বলেন, “পাহাড়ি বা হাওর এলাকা বা দেশের উঁচু জায়গার বন্যার পানি ধীরে ধীরে নিচু এলাকায় নেমে আসবে। আগস্টের শেষের দিকে বন্যার পানি ধীরে ধীরে মধ্যম এবং দেশের নিম্ন অংশে নেমে আসবে, যার ফলে ব্যাপক বন্যার সৃষ্টি হবে।”

এটিকে বন্যার প্রাকৃতিক নিয়ম হিসেবে উল্লেখ করে প্রধানমন্ত্রী বলেন, “বন্যা কিছু আশীর্বাদও নিয়ে আসে। এটি প্রাকৃতিকভাবে জমির উর্বরতা এবং ভূগর্ভস্থ পানি রিচার্জ করতেও সাহায্য করে।”

প্রতিবার বন্যার পর দেশের খাদ্য উৎপাদন ভালো হয় উল্লেখ করে শেখ হাসিনা বলেন, “আমাদের অবশ্যই সতর্ক থাকতে হবে যাতে বন্যা মানুষের ক্ষতি না করে এবং আমরা এই বিষয়ে অত্যন্ত সচেতন।”

Comments

The Daily Star  | English

Financial, technical support needed for green industries: Prof Yunus

Chief adviser at COP29 says most climate vulnerable countries require int'l help to meet climate goals

Now