কেমন উইকেট থাকছে ফাইনালে
ফাইনালের দুদিন আগে দূর থেকে দেখে মাঠ থেকে উইকেট আলাদা করা যাচ্ছিল না। একদিন পর ফাইনালের ঠিক আগের দিন লর্ডসের বাইশ গজে ঘাসের পরিমাণ কমেছে। তবু দূর থেকে দেখে মনে হচ্ছে উইকেটে আছে সবুজের ছোঁয়া। ফাইনালে কেমন উইকেট হবে, তা নিয়ে কেন উইলিয়ামসন আর ইয়ন মরগ্যান দিলেন দুরকম অভিমত।
এবার বিশ্বকাপে লর্ডসে ফাইনালের আগে হয়েছে মোট চার ম্যাচ। সেসব ম্যাচে দেখা গেছে মাঝারি রান। উইকেট থেকে বোলার-ব্যাটসম্যান দুইদিকেই ছিল সমান সুবিধা। সর্বশেষ বাংলাদেশ-পাকিস্তান ম্যাচের আগেও উইকেটে দেখা গিয়েছিল ঘাসের ছোঁয়া। শুরুর ঘণ্টা খানেক বাদ দিলে এই ঘাস মূলত সুবিধা দিয়েছে ব্যাটসম্যানদের। বরং বল ব্যাটে এসেছে ভালো। পাকিস্তান অবশ্য ৩১৫ রান তুলে ম্যাচ জিতে ৯৪ রানে। রান তাড়া করতে না পারায় উইকেটের চেয়ে সেদিন বাংলাদেশি ব্যাটসম্যানদেরই দায় ছিল বেশি।
উইকেটে ঘাস দেখেই তাই সিদ্ধান্তে আসার উপায় নেই। নিউজিল্যান্ড অধিনায়ক কেন উইলিয়ামসন অবশ্য ঘাস থাকলে সুবিধা দেখছেন পেসারদের, 'হয়ত দুই দলের পেসারদেরই তাতিয়ে দেবে (যদি ঘাস থাকে)। কিন্তু আমরা জানি না উইকেট কেমন হবে। এখনো খেলা শুরুর হওয়ার থেকে অনেক সময় আছে, দেখা যাক কি হয়। সাধারণত এখানে ভালোই উইকেটই হয়। তবে গুরুত্বপূর্ণ হলো দ্রুত উইকেটের সঙ্গে মানিয়ে নেওয়া।'
নিজেদের ঘরের মাঠের উইকেট মরগ্যানেরই চেনার কথা ভালো। তিনি তাই দূর থেকে চোখে পড়া ঘাসকে বোঝাতে চাইলেন একটা বিভ্রম হিসেবে, ‘দূর থেকে মনে হচ্ছে অনেক সবুজ। আসলে উইকেটে তেমন ঘাস নেই। কাজেই উইকেট দেখে সব বোঝা বাড়াবাড়ি। আমার মনে হয় এটা দেখতেই ভিন্ন। রোদ পড়লে কয়েক ঘণ্টার মধ্যে এটা বদলে যাবে, আরও বাদামি হয়ে যাবে।’
রোববার স্থানীয় সময় সকাল সাড়ে ১০টায় শুরু হবে বিশ্বকাপের শিরোপার লড়াই। আবহাওয়ার পূর্ভাবাস বলছে বৃষ্টি নেই এদিন লন্ডনে, তবু আকাশ ক্ষণে ক্ষণেই হতে পারে মেঘলা। যদি আকাশ মেঘলা হয় তাহলে আবার ঘাসের ছোঁয়া থাকা উইকেট থেকে সুবিধা পেতে পারেন পেসাররা। বিশেষ করে যারা স্যুয়িং করাতে পটু তাদের এমন পরিস্থিতিই সবচেয়ে প্রত্যাশিত।
Comments