মিয়ানমারের সীমান্তরক্ষী বাহিনীর বিরুদ্ধে ৩ বাংলাদেশিকে ধরে নেওয়ার অভিযোগ

bangladesh border guard
প্রতীকী ছবি। স্টার অনলাইন গ্রাফিক্স

কক্সবাজার জেলার টেকনাফের নাফ নদী থেকে মিয়ানমার বর্ডার গার্ড পুলিশের (বিজিপি) বিরুদ্ধে চতুর্থ শ্রেণীর এক শিক্ষার্থীসহ তিন বাংলাদেশিকে ধরে নিয়ে যাওয়ার অভিযোগ উঠেছে।

আমাদের স্থানীয় সংবাদদাতা জানান, ঘটনাটি গত ১২ জুলাইয়ের হলেও, গতকাল বিকেলে তা জানাজানি হয়।

অপহৃতরা হলেন- হোয়াইক্যং উত্তরপাড়ার মোহাম্মদ গিয়াস উদ্দিনের ছেলে মো. জুনায়েদ (১০), মৃত জালাল আহমদের ছেলে সিরাজ উল্লাহ (২৬) ও মনিরঘোনা এলাকার আব্দুল জলিলের ছেলে মোহাম্মদ রুবেল (২৪)।

পরিবার ও প্রত্যক্ষদর্শীরা জানায়, কেওড়া ফল সংগ্রহের উদ্দেশ্যে নৌকাযোগে নাফ নদীতে গিয়েছিলেন ওই তিনজন। এ সময় ভুলবশত বাংলাদেশের জলসীমা অতিক্রম করলে বিজিপির একটি দল নাফ নদীর তুতার দ্বীপ থেকে তাদের ধরে নিয়ে যায়।

এদিকে ছেলে জুনায়েদের অপহৃত হওয়ার খবর পাওয়ার পর থেকে বারবার মূর্ছা যাচ্ছেন তার মা মমতাজ বেগম। তিনি বলেন, “ছেলে আমার এর আগে কোনোদিন নাফ নদীতে পা রাখেনি।”

জুনায়েদের বাবা গিয়াস উদ্দিন বলেন, “যারা ওপারে মাছ শিকার করেন তাদের মাধ্যমে অপহরণের খবরটি পেয়ে বেশ কিছু সময় যোগাযোগ করেছিলাম। কিন্তু কোনো সুরাহা করতে না পেরে দ্রুত বিজিবি বরাবর আবেদন করি।”

বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) হোয়াইক্যং বিওপির কোম্পানি কমান্ডার আলী মোর্তোজা বলেন, “নাফ নদী থেকে তিনজনকে ধরে নিয়ে যাওয়ার বিষয়ে বিজিপির কাছে প্রতিবাদপত্র পাঠানো হয়েছে। এখন তাদের উত্তর পাওয়ার অপেক্ষায় রয়েছি।”

টেকনাফের বিজিবি দুই নম্বর ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মো. ফয়সাল হাসান খান ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, “এই তিনজন বাংলাদেশের জলসীমা অতিক্রম করায় এ ঘটনা ঘটেছে। তাদের ছাড়িয়ে আনতে ব্যাটালিয়নের পক্ষ থেকে মিয়ানমারের সীমান্তরক্ষী বাহিনীর কাছে বার্তা পাঠানো হয়েছে।”

Comments

The Daily Star  | English

Three more advisers sworn in

The new advisers are Mahfuj Alam, special assistant to the chief adviser, renowned filmmaker Mostofa Sarwar Farooki, and Sk Bashir Uddin, managing director of AkijBashir Group

17m ago