এরশাদকে রাষ্ট্রীয় মর্যাদায় দাফন করা হবে

জাতীয় পার্টির প্রধান এইচ এম এরশাদ। স্টার ফাইল ফটো

সাবেক রাষ্ট্রপতি ও জাতীয় পার্টির চেয়ারম্যান হুসেইন মুহম্মদ এরশাদকে রাষ্ট্রীয় মর্যাদায় দাফন করা হবে বলে জানিয়েছে আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর (আইএসপিআর)।

আজ (১৪ জুলাই) বাদ জোহর ঢাকা সেনানিবাসের কেন্দ্রীয় জামে মসজিদে এরশাদের প্রথম জানাজা নামাজ অনুষ্ঠিত হয়।

এর আগে দলীয় সূত্রে বলা হয়, আগামীকাল সকাল ১০টায় জাতীয় সংসদের দক্ষিণ প্লাজায় তার দ্বিতীয় নামাজে জানাজা অনুষ্ঠিত হবে। এরপর, বেলা সাড়ে ১১টায় তার মরদেহ জাতীয় পার্টির কাকরাইল কার্যালয়ে নেওয়া হবে।

সেদিন বাদ আছর বায়তুল মোকাররম জাতীয় মসজিদে সাবেক রাষ্ট্রপতির তৃতীয় জানাজা শেষে তাকে সিএমএইচ-এর হিমঘরে রাখা হবে।

এরপর, ১৬ জুলাই সকাল ১০টায় হেলিকপ্টার করে এরশাদের মরদেহ রংপুরে নেওয়া হবে। সেখানে বাদ জোহর চতুর্থ জানাজা নামাজ শেষে তাকে বিকালে ঢাকার সামরিক কবরস্থানে দাফন করা হবে।

ঢাকার সম্মিলিত সামরিক হাসপাতালে (সিএমএইচ) চিকিৎসাধীন অবস্থায় আজ সকাল পৌনে আটটায় মারা যান এরশাদ।

কিডনি ও ফুসফুসে সংক্রামণ নিয়ে গত ২৬ জুন সিএমএইচে ভর্তি হয়েছিলেন তিনি। তারপর তার শারীরিক অবস্থার অবনতি হলে গত ৩০ জুন তাকে অক্সিজেন সাপোর্ট দেওয়া হয়।

আরো পড়ুন:

আজ দুপুরে প্রথম জানাজা, দাফন মঙ্গলবার

Comments

The Daily Star  | English

Bangladesh women defend SAFF title with 2-1 win against Nepal

Bangladesh retained the title of SAFF Women's Championship with a 2-1 win against Nepal in an entertaining final at the Dasharath Stadium in Kathmandu today. 

11m ago