এমন নিয়মে হার হজম করা কঠিন: উইলিয়ামসন

২৪১ রান করেছে নিউজিল্যান্ড। ওই রান তাড়ায় ইংল্যান্ডও থেমেছে ২৪১ রানেই। সুপার ওভারে ফয়সালা করতে গিয়েও একই সমান সমান হাল। এবার ইংল্যান্ডে আগে ব্যাট করেছে ১৫ রান, নিউজিল্যান্ডও থেমেছে ওই ১৫ রানেই। সব কিছুইতেই সমান সমান। তবু চ্যাম্পিয়ন ইংল্যান্ড কারণ তাদের ২২ চারের বদলে ১৪ চার মেরেছে নিউজিল্যান্ড।

২৪১ রান করেছে নিউজিল্যান্ড। ওই রান তাড়ায় ইংল্যান্ডও থেমেছে ২৪১ রানেই। সুপার ওভারে ফয়সালা করতে গিয়েও একই সমান সমান হাল। এবার ইংল্যান্ডে আগে ব্যাট করেছে ১৫ রান, নিউজিল্যান্ডও থেমেছে ওই ১৫ রানেই। সব কিছুইতেই সমান সমান। তবু চ্যাম্পিয়ন ইংল্যান্ড কারণ তাদের ২২ চারের বদলে ১৪ চার মেরেছে নিউজিল্যান্ড।

নিউজিল্যান্ড তাদের ২৪১ রানে মারে ১৪ চার আর ২ ছক্কা। ইংল্যান্ড ছক্কায় সমান থাকলেও চারে গেছে এগিয়ে। সুপার ওভার টাই করেও তাই টাই ভাঙানোর নিয়মের কব্জায় পড়ে নিউজিল্যান্ড।

নিয়মটা আগে থেকেই জানা। কাজেই পছন্দ না হলে আপত্তিরও জোরালো গ্রাউন্ড পাচ্ছে না কিউইরা। অধিনায়ক ইয়ন মরগ্যান বাস্তবতা বুঝেদি তাই বললেন , ‘হ্যাঁ যখন আবেগ থাকে তীব্রতর তখন এই ধরণের নিয়ম হজম করা শক্ত। যখন দুই দলই চূড়ান্ত সাফল্যের জন্য খেলে, কঠোর পরিশ্রম দেয় তখন এই ধরণের কিছু আলাদা করলে মানতে কষ্ট হয়। কিন্তু এই নিয়ম তো খেলার আগেই ছিল।’

‘কেউই আসলে এরকম ধরনের কোন ফল চাইবে না। কারণ এটা হজম করা খুব কঠিন। যাইহোক দুর্দান্ত এক খেলা হয়েছে। সবাই নিশ্চয়ই উপভোগ করেছেন।’

রোববার লর্ডসে সুপার ওভারে গড়ানো লড়াই জিতে প্রথমবারের মতো বিশ্বকাপ জিতেছে ইংল্যান্ড।

Comments

The Daily Star  | English

Protesters stage sit-in near Bangabhaban demanding president's resignation

They want Shahabuddin to step down because of his contradictory remarks about Hasina's resignation

41m ago